• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতারাতি বদলে গেল স্টার জলসার এই সিরিয়ালের খলনায়িকা! এন্ট্রি নিলেন এই টেলি অভিনেত্রী

Published on:

Bengali serial,Villain,Star Jalsha,Priyanka,Tunte,Mishmee Das,Devlina Kumar,Actress,Serial,Television,TV serial,Bengali serial actress,Entertainment,Entertainment news,Bangla khobor,বাংলা সিরিয়াল,খলনায়িকা,ভিলেন,স্টার জলসা,প্রিয়াঙ্কা,তুঁতে,মিশমি দাস,দেবলীনা কুমার,অভিনেত্রী,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,Tunte serial Priyanka,Bengali serial villain,Devlina Kumar Mishmee Das,তুঁতে সিরিয়াল প্রিয়াঙ্কা,বাংলা সিরিয়ালের খলনায়িকা,বাংলা সিরিয়ালের ভিলেন,দেবলীনা কুমার মিশমি দাস

বাংলা সিরিয়ালের (Bengali Serial) সাফল্যের পিছনে যেমন নায়ক-নায়িকার অবদান থাকে, তেমনই থাকে খলনায়িকারও (Villain)। এই মুহূর্তে স্টার জলসা (Star Jalsha), জি বাংলার ধারাবাহিকগুলিতে এমন অনেক খলনায়িকা রয়েছেন যারা দর্শকদের ভীষণ প্রিয়। কিন্তু এবার হঠাৎ করেই একটি জনপ্রিয় সিরিয়ালের ভিলেনের মুখ বদলে গেল। সেই জায়গায় এন্ট্রি নিলেন আর একজন জনপ্রিয় টেলি অভিনেত্রী। আচমকা এই পরিবর্তনের খবর শুনে বেশ মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের।

কয়েকদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তুঁতে’ (Tunte)। দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) এবং সৈয়দ আরেফিন (Syed Arefin) অভিনীত এই সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করছিলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। নায়ক রঙ্গনের বাগদত্তা প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। তবে হঠাৎ করেই পাল্টে গেল প্রিয়াঙ্কার (Priyanka) মুখ।

Devlina Kumar, Tunte serial Priyanka

দেবলীনাকে এর আগে স্টার জলসারই ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে খলনায়িকার চরিত্রে দেখেছেন দর্শকরা। তিনি হলেন ‘মহানায়ক’ উত্তম কুমারের নাতবউ এবং জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। ‘সাহেবের চিঠি’ শেষ হওয়ার পর ‘তুঁতে’ সিরিয়ালে দেখা যাচ্ছিল দেবলীনাকে। কিন্তু এই ধারাবাহিকে বেশিদিন অভিনয় করতে পারলেন না দেবলীনা। মাঝপথেই তাঁকে সরিয়ে নিয়ে আসা হল মিশমি দাসকে (Mishmee Das)।

শোনা যাচ্ছে, দেবলীনাকে নাচের জন্য সিরিয়ালের কাজ থেকে বিরতি নিতে হয়েছে। গৌরব-পত্নী বাস্তবে খুব ভালো একজন নৃত্যশিল্পী। চ্যানেল থেকে দেবলীনাকে বাদ দেওয়া হয়নি। বরং ব্যস্ততার কারণে সিরিয়াল থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তিনি। তবে তাঁর জায়গায় মিশমিকে দেখে দর্শকদের একাংশ কিন্তু বেশ খুশি হয়েছে। কারণ খলনায়িকা হিসেবে বারবার মিশমি নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

Tunte serial Priyanka, Mishmee Das

বাংলা সিরিয়ালে নায়িকা হিসেবে পথচলা শুরু হয়েছিল মিশমির। এখন অবশ্য খলনায়িকা হিসেবেই দেখা মেলে তাঁর। জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’, ‘খেলনা বাড়ি’র পর এখন ‘তুঁতে’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা মিলছে তাঁর। এই মুহূর্তে ‘খেলনা বাড়ি’ এবং ‘তুঁতে’- দুই চ্যানেলের দুই সিরিয়ালে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন মিশমি।

যদিও দেবলীনা আগে বলেছিলেন, ‘তুঁতে’তে প্রিয়াঙ্কা চরিত্রটি হবে একটি মিষ্টি চরিত্র। খলনায়িকাসুলভ কোনও আচরণ তাঁকে করতে দেখা যাবে না। তবে মিশমির এন্ট্রি হওয়ার পর থেকে দর্শকরা ধরেই নিয়েছেন, প্রিয়াঙ্কাকে এবার ভিলেন হিসেবেই দেখা যাবে। ইতিমধ্যেই রঙ্গনের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। কাজেই রঙ্গন এবং তুঁতেকে আলাদা করতেই যে প্রিয়াঙ্কার এন্ট্রি হয়েছে একথা একেবারে পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥