• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল! নাম শুনেই মাথায় বাজ দর্শকদের

Published on:

Star Jalsha,Bengali serial,Tunte,Serial,Television,TV serial,End,Entertainment,Entertainment news,Bangla khobor,স্টার জলসা,বাংলা সিরিয়াল,তুঁতে,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,শেষ,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

স্টার জলসা (Star Jalsha), জি বাংলার পর্দায় নতুন সিরিয়ালের আনাগোনা লেগেই রয়েছে। যে কারণে অকালেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক পুরনো সিরিয়াল (Bengali Serial)। চলতি বছরই যেমন পথচলা শেষ (End) হয়েছে বহু জনপ্রিয় মেগার। এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নাম। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই খবর।

আগেই জানা গিয়েছিল, আগামী ২ নভেম্বর পথচলা শেষ হবে ‘বাংলা মিডিয়াম’র। ৩ তারিখ থেকে সেই স্লটে শুরু হবে ‘তুমি আশেপাশে থাকলে’। পাশাপাশি গত কয়েক মাস ধরে ‘গাঁটছড়া’ বন্ধের গুঞ্জনও শোনা যাচ্ছে। ঋদ্ধি-রুক্মিণীর ধারাবাহিকের আয়ু আর বেশিদিন নেই বলে খবর। এসবের মাঝে শোনা গেল, খুব তাড়াতাড়ি স্টার জলসার আরও একটি জনপ্রিয় সিরিয়াল শেষ হতে চলেছে।

Bengali serial Bangla Medium and Gaatchora might end soon

আগামী কয়েকমাসে স্টার জলসার পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘গীতা এলএলবি’ এবং ‘বাবা’র প্রোমো। এছাড়া স্বীকৃতি মজুমদার এবং বিক্রম চট্টোপাধ্যায়ের একটি ধারাবাহিক আসছে বলে খবর। আর সেই জন্যই নাকি টিআরপির (TRP) অভাবে ধুঁকতে থাকা একটি সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

এখন নিশ্চয়ই ভাবছেন, নতুন ধারাবাহিকের চাপে কপাল পুড়ল কোন মেগার? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে সৈয়দ আরেফিন-দীপান্বিতা রক্ষিতের ‘তুঁতে’ (Tunte)। কাজের মেয়ের ফ্যাশান ডিজাইনার হওয়ার গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা। প্রাইম স্লটে দেওয়া হলেও টিআরপি তালিকায় এখনও অবধি কামাল দেখাতে পারেনি তুঁতে-রঙ্গনরা। সেই জন্যই নাকি এই ধারাবাহিক শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Bengali serial Tunte might end soon

‘খুকুমণি হোম ডেলিভারি’র পর ‘তুঁতে’র হাত ধরে টেলি দুনিয়ায় কামব্যাক করেছিলেন দীপান্বিতা। কিন্তু সেই সিরিয়াল দর্শকমনে সেভাবে ছাপ ফেলতে পারেনি। সেই জন্য মাত্র ৬ মাসের মধ্যে তা বন্ধ হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা চললেও স্টার জলসার তরফ থেকে এখনও এই প্রসঙ্গে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। আপাতত সেটার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥