• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পা দেখিয়ে মাসে ৮ লক্ষ টাকা রোজগার করেন এই লাস্যময়ী! জানুন রহস্য

Published on:

আজকাল অনেক যুবক-যুবতীই মডেলিং-কে নিজেদের পেশা হিসেবে বেছে নেন। ছবি বিজ্ঞাপনের কাজ করে অনেকেই রোজগার করেন টাকা। কিন্তু কখনোও শুনেছেন কেবল পা দেখিয়েই লক্ষ টাকা রোজগার করা যায়? কি অবিশ্বাস্য মনে হচ্ছে তো? তাজ্জব বনে যাচ্ছেন? ভাবছেন তো এটা কী করে সম্ভব! কিন্তু এটা গল্প হলেও সত্যি।

আমেরিকার মডেল ডিজায়ার ঘেটো। ব্যাবসা ছেড়ে মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।আর তারপরেই রাতারাতি লাখোপতি হয়ে যান ডিজায়ার। তার একটি পায়ের ছবি বিক্রি হয় লক্ষ টাকায়। ইন্সটাগ্রামেও তার ফলোয়ার্স সংখ্যা প্রায় ১ মিলিয়ন।

আপাতত ONLIFENS নিয়ে বেজায় ব্যস্ত তিনি। আর সেখান থেকেই তিনি প্রতিমাসে রোজগার করেন প্রায় ৮ লক্ষ টাকা। এই ফুটকুইন বরাবরই অনুগামীদের থেকে জানতে চান ডিজায়ারের কেমন ছবি দেখতে চান তারা। বেশিরভাগেরই প্রথম পছন্দ তার পা।

ঘেটো একটি সাক্ষাৎকারে জানান, একদিন এক জৈনক তাঁকে ফোন করে বলেছিলেন তাঁর পায়ের ১০টা ছবির জন্য উনি ৩০০ ডলার দেবেন। তারপরেই ঘেটো বুঝতে পারেন তার পা-ই তার প্রধান ইউএসপি। এই কারণে ফুট গয়না দিয়েই সারাক্ষণ নিজের পা সাজিয়ে রাখতে পছন্দ করেন তিনি। এখন তো ঘেটোর পায়ের ছবির জন্য লাখ লাখ টাকা খরচ করেন ইনভেস্টাররা। তাঁর ভিডিয়ো ভীষণ জনপ্রিয় নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥