বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত উজ্জ্বল দুই তারকা হলেন সুচিত্রা সেন (Suchitra Sen) এবং সত্যজিৎ রায় (Satyajit Ray)। দু’জনেই বিশ্বদরবারে বাংলা তথা গোটা দেশের নাম উজ্জ্বল করেছেন, আদায় করেছেন জগৎজোড়া খ্যাতি। সকলেই জানেন, সত্যজিৎ রায় প্রথম বাঙালি পরিচালক হিসেবে অস্কার জিতেছেন। ‘পথের পাঁচালী’, ‘অপুর সংসার’ সহ প্রচুর আইকনিক সিনেমা তৈরি করেছেন তিনি। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন প্রত্যেকে।
তবে ব্যতিক্রম ছিলেন ‘মহানায়িকা’ সুচিত্রা সেন। অনেকেই জানেন না, সুচিত্রার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন অস্কারজয়ী সত্যজিৎ। কিন্তু তাঁকে মুখের ওপর ‘না’ করে দেন অভিনেত্রী। নেপথ্যে ছিল পরিচালকের দেওয়া এক কঠিন শর্ত। আজকের প্রতিবেদনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের সেই অজানা কাহিনীই তুলে ধরা হল।
বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৬০’এর শুরুর দিকে সত্যজিৎ রায় জনপ্রিয় উপন্যাস ‘দেবী চৌধুরানী’ অবলম্বনে ছবি তৈরি করতে চেয়েছিলেন। মুখ্য চরিত্রে নিতে চেয়েছিলেন ‘মহানায়িকা’ সুচিত্রা সেনকে। কিন্তু পরিচালক একটি শর্ত দিয়েছিলেন অভিনেত্রীকে। আর সেই জন্যই নাকি রাজি হতে পারেননি তিনি।
জানা যায়, সত্যজিৎ রায় চেয়েছিলেন সুচিত্রা একান্তভাবে তাঁর ছবিতেই কাজ করুক। পরিচালক চেয়েছিলেন, অভিনেত্রীকে বাকি সব কাজ ছেড়ে শুধুমাত্র ‘দেবী চৌধুরানী’র প্রতি মনোনিবেশ করতে হবে। পাশাপাশি আর কোনও ছবির অফারও সুচিত্রা গ্রহণ করতে পারবেন না। কিংবদন্তি পরিচালকের দেওয়া এই কঠিন শর্তই মেনে নিতে পারেননি নায়িকা।
সুচিত্রা না বলে দেওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে আর কাজ করা হয়নি অস্কারজয়ী সত্যজিৎ রায়ের। যদিও কিংবদন্তি পরিচালকের দেওয়া ‘দেবী চৌধুরানী’র প্রস্তাব রিজেক্ট করলেও ‘মহানায়িকা’ কিন্তু পরবর্তীকালে দীনেন গুপ্তা পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবিতে কাজ করেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র সত্যজিৎ রায়কেই নয়, কিংবদন্তি রাজ কাপুরকেও মুখের ওপর ‘না’ বলেছিলেন সুচিত্রা সেন। অভিনেত্রী একবার বলেছিলেন, তাঁর রাজ কাপুরের ব্যক্তিত্ব পছন্দ হয়নি। আর সেই কারণেই তাঁর দেওয়া কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।