• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সম্পর্কে বোন হলেও আদতে হিংসুটি! ঋদ্ধিমা কাপুরকে দু’চোখে দেখতে পারেন না করিশ্মা

Updated on:

This is why Karishma Kapoor and Riddhima Kapoor don’t like each other

বলিউডের (Bollywood) সম্ভ্রান্ত কাপুর পরিবারের দুই মেয়ে হলেন করিশ্মা কাপুর (Karishma Kapoor) এবং ঋদ্ধিমা কাপুর (Riddhima Kapoor)। করিশ্মা হলেন রণধীর কাপুর এবং ববিতার বড় মেয়ে। অপরদিকে ঋদ্ধিমা হলেন ঋষি কাপুর এবং নীতু কাপুরের সন্তান। সম্পর্কে তুতো বোন হন দু’জনে। তবে আপনি কি জানেন, রক্তের সম্পর্ক থাকলেও, করিশ্মা এবং ঋদ্ধিমা কিন্তু একে অপরকে একেবারেই সহ্য করতে পারেন না। বহু বছর ধরে নাকি মুখ দেখাদেখি বন্ধ তাঁদের।

বলিউডে কাজ করতে গিয়ে সহ-অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে খারাপ সম্পর্ক অনেক তারকারই হয়। কিন্তু বোনে-বোনে এত শত্রুতা সহজে দেখা যায় না। শোনা যায়, গত কয়েক দশক ধরে খারাপ সম্পর্ক করিশ্মা এবং ঋদ্ধিমার! আজকের প্রতিবেদনে তাঁদের সম্পর্ক কেন খারাপ হয়েছিল সেই কাহিনীই তুলে ধরা হল।

Karishma Kapoor and Riddhima Kapoor

বি টাউনের অন্দরে কান পাতলে শোনা যায়, করিশ্মার মা ববিতা এবং ঋদ্ধিমার মা নীতুর মধ্যেও সম্পর্ক বিশেষ ভালো ছিল না। তাঁরা নাকি একে অপরকে খানিকটা এড়িয়েই চলতেন। তবে করিনা এবং সইফ আলি খানের বিয়ের সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ববিতা। সেই ডাকে সাড়া দেন নীতুও।

দুই জায়ের সম্পর্ক সময়ের সঙ্গে ভালো হলেও, করিশ্মা এবং ঋদ্ধিমার সম্পর্ক কিন্তু ভালো হয়নি বলেই খবর। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, করিশ্মার বিয়েতে ঋদ্ধিমার নিমন্ত্রণ থাকলেও, তিনি যাননি। ঋদ্ধিমার বিয়ের সময়ও নাকি এক কাজ করেছিলেন রণধীর কাপুরের মেয়ে।

Karishma Kapoor and Riddhima Kapoor

করিশ্মার ডিভোর্সের পর ঋদ্ধিমার সঙ্গে সম্পর্ক নাকি আরও খারাপ হয়ে যায়। আসলে করিশ্মার সঙ্গে ডিভোর্স হওয়ার পর অভিনেত্রীর স্বামী সঞ্জয় কাপুর প্রিয়া সচদেবের সঙ্গে সাত পাক ঘোরেন। সেই প্রিয়াকে একবার প্রকাশ্যেই ‘ঘর ভাঙানি’ মহিলার তকমা দিয়েছিলেন করিশ্মা। অপরদিকে তুতো বোনের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলেও, তাঁর সতীনের সঙ্গে দারুণ সম্পর্ক ঋদ্ধিমার। এতেই নাকি আরও তলানিতে ঠেকে দুই বোনের সম্পর্ক।

করিশ্মা এবং ঋদ্ধিমার খারাপ সম্পর্কের কথা জানা গেলেও ঠিক কোন কারণে তাঁদের সম্পর্কের অবনতি হয়েছিল তা কিন্তু জানা যায়নি। দুই বোনের মধ্যে কেউই এই প্রসঙ্গে কখনও খোলাখুলি কথা বলেননি। তবে দিদি ঋদ্ধিমার সঙ্গে খারাপ সম্পর্ক হলেও করিশ্মার সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক কিন্তু দারুণ। একাধিকবার এই দুই তুতো ভাই-বোনকে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥