বলিউডে অন্যতম জনপ্রিয় পরিবারের মধ্যে একটি হল কাপুর পরিবার। রাজ কাপুর, ঋষি কাপুর, রণধীর কাপুর থেকে শুরু করে করিশ্মা কাপুর (Karishma Kapoor), করিনা কাপুর (Kareena Kapoor), রণবীর কাপুর- এই পরিবারের একাধিক সদস্য বলিউডে রাজ করেছেন এবং করছেন। তবে পরিবারের মেয়েদের মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সফল অবশ্যই রণধীর কাপুরের দুই মেয়ে করিশ্মা কাপুর এবং করিনা কাপুর।
কাপুর পরিবারের এই দুই মেয়ে বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। শুধু তাই নয়, শোনা যায়, বোন করিনা যাতে অভিনেত্রী হিসেবে বলিউডে নিজের স্থান করে নিতে পারেন, সেই কারণে নিজের ফিল্মি কেরিয়ারকে পর্যন্ত বিদায় জানিয়েছিলেন করিশ্মা। দুই বোনের মধ্যে যেখানে এত ভালোবাসা, সেখানে কেন এখনও পর্যন্ত দু’জনে একসঙ্গে কাজ করেননি? সম্প্রতি করিশ্মা-করিনা এর কারণ ফাঁস করেছেন।
১৯৯১ সালে ‘কয়েদি’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন করিশ্মা। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। অপরদিকে ২০০০ সালে ২০ বছর বয়সে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে ডেবিউ হয়েছিল করিনার। করিশ্মা নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। অপরদিকে তাঁর বোন ২০০০ সাল থেকে এখনও পর্যন্ত বলিউড কাঁপাচ্ছেন।
সম্প্রতি করিনাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, বলিউডে এত বছর হয়ে যাওয়ার পরেও কেন এখনও দিদির সঙ্গে কাজ করেননি। জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি আর লোলো (করিশ্মা) একসঙ্গে কাজ করতে চাই। কিন্তু আমরা ভালো চিত্রনাট্য পাইনি। যখন আমরা এমন কোনও চিত্রনাট্য পাব যেটা আমাদের দু’জনেরই ভালোলাগবে। তখন নিশ্চয়ই আমরা একসঙ্গে কাজ করব’।
অপরদিকে করিশ্মাও এই বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘করিনা এবং আমার কাছে বহু ছবীর প্রস্তাব এসেছিল। কিন্তু দুই বোনের একসঙ্গে ছবিতে কাজ করা অনেক বড় ব্যাপার। তাই যে কোনও ছবিতে আমরা কাজ করব না। আমরা যে ছবিতে কাজ করব সেটা খুবই ভিন্ন ধরণের হবে। ছবির কাহিনীকে দারুণ হতেই হবে’।
শোনা গিয়েছিল, ‘জুবেদা’ ছবির সিক্যুয়েলে করিশ্মা এবং করিনা একসঙ্গে অভিনয় করবেন। উল্লেখ্য, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে করিশ্মা অভিনয় করেছিলেন। তবে সেই বিষয়ে আর কোনও সংবাদ শোনা যায়নি।
কাজের দিক থেকে বলা হলে, করিশ্মাকে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’তে ক্যামিও রোলে দেখা গিয়েছিল। অপরদিকে করিনাকে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে।