বলিউডের (Bollywood) দুই নামী অভিনেত্রী হলেন করিনা কাপুর (Kareena Kapoor) এবং এষা দেওল (Esha Deol)। দু’জনেই স্টারকিড। একজন রণধীর কাপুর এবং ববিতার মেয়ে এবং দ্বিতীয়জনের বাবা-মা হলেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। কেরিয়ারের শুরুটা দু’জনেই দুর্দান্ত ভঙ্গিতে করেছিলেন। ডেবিউ ছবির জন্য করিনা-এষা দুই অভিনেত্রীই পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। একসময় বি টাউনের এই দুই ডিভা ছিলেন একে অপরের বেস্ট ফ্রেন্ড। তবে আজ তাঁদেরই মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে।
এখন নিশ্চয়ই ভাবছেন, কী এমন হয়েছিল করিনা এবং এষার মধ্যে যে আজ তাঁদের সম্পর্ক এতটা খারাপ হয়ে গিয়েছে? কীভাবে একসময়কার বেস্ট ফ্রেন্ড শত্রু হয়ে গেলেন? বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই ঘটনার সূত্রপাত। এই ছবির শ্যুটিং করার সময় সহ-অভিনেতা জায়েদ খানের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন এষা।
এই বিষয়টি একেবারেই পছন্দ ছিল না এষার মা হেমা মালিনীর। তিনি সঙ্গে সঙ্গে মেয়ের প্রিয় বান্ধবী করিনার কাছে যান। এষার শুভাকাঙ্ক্ষী হিসেবে করিনাও তাঁর সঙ্গে এই বিষয়ে কথা বলতে আসেন। কিন্তু তাতেই চটে যান হেমার মেয়ে। করিনার কথা শোনা তো দূর, উল্টে তাঁর সঙ্গেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। কথাবার্তা প্রায় বন্ধ হয়ে যায় দু’জনের।
শোনা যায়, অভিনেত্রী অমৃতা অরোরা দুই বান্ধবীর মিল করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু চটে গিয়ে এষা তাঁকে থাপ্পড় মেরে বসেন। ওদিকে আবার জায়েদের হয়ে কথা বলতে আসেন তাঁর বোন সুজান খান। করিনার ওপর তাঁর কিছুটা চাপা রাগ ছিল বলে শোনা যায়। স্বামী ঋত্বিক রোশনের সঙ্গে বেবোর ঘনিষ্ঠতা একেবারেই পছন্দ ছিল না সুজানের। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, করিনা এবং এষার সম্পর্ক নষ্ট করায় অনুঘটকের মতো কাজ করেছিলেন সুজান।
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এষার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দেন করিনা। উল্টে অমৃতা অরোরার সঙ্গে তাঁর বন্ধুত্ব বাড়তে থাকে। ২০০৩ সালে এই ঘটনা ঘটেছিল। কিন্তু তার প্রভাব এখনও সম্পূর্ণ রূপে কাটেনি।
এষা অবশ্য নিজের বিয়ের সময় করিনাকে নিমন্ত্রণ করেছিলেন। তবে শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় সেখানে যেতে পারেননি অভিনেত্রী। এরপর অবশ্য ২০১৯ সালে এষার মেয়ের জন্মদিনে করিনার ছেড়ে তৈমুর গিয়েছিল। আশা করা যায়, সময়ের সঙ্গেই আস্তে আস্তে এষা এবং করিনার সম্পর্কেরও উন্নতি ঘটবে।