টানা ১৯ সপ্তাহ লড়াইয়ের পর রবিবার ‘বিগ বস ১৬’র (Bigg Boss 16) খেতাব জিতলেন র্যাপার এমসি স্ট্যান (MC Stan)। মারাঠি ‘বিগ বস’ বিজেতা শিব ঠাকরেকে (Shiv Thakare) পরাজিত করে ট্রফি যেতেন তিনি। দর্শকদের মধ্যে অনেকেই ভেবেছিলেন শেষ দুইয়ের লড়াইটা হয়তো শিব এবং প্রিয়াঙ্কা চাহার চৌধরীর (Priyanka Chahar Chaudhary) মধ্যে হবে। কিন্তু সবাইকে পরাজিত করে শেষ হাসি হাসলেন ২৩ বছর বয়সী স্ট্যান।
‘বিগ বস ১৬’র খেতাব জেতার লড়াইয়ে স্ট্যান, শিব এবং প্রিয়াঙ্কা ছাড়াও অর্চনা গৌতম (Archana Gautam) এবং শালীন ভানোট (Shalin Bhanot) ছিলেন। গতকাল মধ্যরাতে ঘোষণা করা হয়, সেরার শিরোপা উঠেছে স্ট্যানের মাথাতেই। যদিও দর্শকদের একাংশ এই ফলাফলে একেবারেই খুশি হননি। উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। কারোর দাবি ছিল, ট্রফির যোগ্য দাবিদার ছিলেন শিব, কেউ আবার বলছেন, প্রিয়াঙ্কার জেতা উচিত ছিল।
তবে যতই বিতর্ক চলুক না কেন, ট্রফি শেষ পর্যন্ত স্ট্যানের বাড়িতেই গিয়েছে। সেই সঙ্গেই পুনের এই র্যাপার জিতেছেন একাধিক আকর্ষণীয় পুরস্কার। মোটা টাকা থেকে শুরু করে লাক্সারি গাড়ি- বহুমূল্য ট্রফির সঙ্গে এগুলিও জিতেছেন স্ট্যান। চলুন তাহলে আজ দেখে নেওয়া যাক, ‘বিগ বস’ বিজেতা হয়ে কী কী পুরস্কার পেলেন তিনি।
সলমন খান সঞ্চালিত এই শোয়ের বিজেতা হওয়ার সঙ্গেই স্ট্যান পেয়েছেন ৩১ লাখ ৮০ হাজার টাকার নগদ পুরস্কার। সেই সঙ্গেই একটি দামি গাড়িও পেয়েছেন তিনি। এছাড়াও প্রায় ১৯ সপ্তাহ ‘বিগ বস’এ টিকে থাকায় সপ্তাহ পিছু মোটা টাকা পারিশ্রমিকও পেয়েছেন এই গায়ক। অর্থাৎ সব মিলিয়ে যদি দেখা হয়, তাহলে বেশ মোটা টাকাই আয় করেছেন তিনি।
‘বিগ বস ১৬’র নিয়মিত দর্শক যারা ছিলেন তাঁরা হয়তো জানেন, শো চলাকালীন বহুবার তা ছেড়ে যাওয়ার কথা বলেছিলেন স্ট্যান। কিন্তু ফাইনালের কয়েক সপ্তাহ আগে থেকেই তাঁর মধ্যে ‘বিগ বস’ জেতার ক্ষিদে জেগে ওঠে। কিন্তু তখনও দর্শকদের একাংশ ভাবতে পারেননি, সত্যি সত্যিই ট্রফি তিনিই পাবেন।
অনেকেই ভেবেছিলেন, শোয়ের শুরু থেকে ভালো খেলে আসা শিব অথবা প্রিয়াঙ্কার মধ্যে কেউ একজন শেষ হাসি হাসবেন। গতকাল তৃতীয় স্থানাধিকারী হিসেবে সলমন প্রিয়াঙ্কার নাম ঘোষণা করার পর অনেকে অনুমান করেছিলেন, খেতাব শিবই জিতবেন। কিন্তু সকলকে অবাক করে দিয়ে স্ট্যানের নাম ঘোষণা করেন ভাইজান। দর্শকদের একাংশ এই সিদ্ধান্তে খুশি না হলেও, পুনের এই র্যাপারের অনুরাগীরা কিন্তু বেশ আনন্দিত হয়েছেন।