• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু নয় সিরিয়ালে, বাস্তবেও দুর্দান্ত স্বামী! স্ত্রীয়ের জন্মদিনে এলাহি আয়োজনে তাক লাগলেন গৌরব

Published on:

This is how Gourab Chatterjee celebrated wife Devlina Kumar’s birthday

দু’জনেই বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। দু’জনেই স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করছেন। যদিও ভিন্ন ধারাবাহিকে কাজ করছেন এই তারকা দম্পতি। এখানে কথা হচ্ছে ‘গাঁটছড়া’র ঋদ্ধিমান সিংহ রায় অর্থাৎ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং ‘সাহেবের চিঠি’র রাইমা অর্থাৎ অভিনেত্রী দেবলীনা কুমারের (Devlina Kumar)।

অনুরাগীরা প্রত্যেকেই হয়তো জানেন, পর্দার ঋদ্ধি এবং রাইমা বাস্তবে স্বামী স্ত্রী। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাভি-ডাভি পোস্ট শেয়ার করতে দেখা যায় তাঁদের। গতকাল অর্থাৎ ৬ ডিসেম্বর ছিল পর্দার রাইমা অর্থাৎ দেবলীনার জন্মদিন। স্ত্রীয়ের জন্মদিনে কী কী আয়োজন করলেন গৌরব? চলুন জেনে নেওয়া যাক।

Gourab Chatterjee Devlina Kumar, Devlina Kumar birthday

বাড়ির বৌয়ের জন্মদিন বলে গতকাল সকাল থেকেই চট্টোপাধ্যায় বাড়ির ব্যস্ততা ছিল একেবারে তুঙ্গে। তবে সেই দিনও কাজ থেকে ছুটি পাননি গৌরব। ধারাবাহিকের শ্যুটিংয়ে ছুটি পাওয়া যে কতখানি চাপের তা কারোরই অজানা নয়। স্ত্রীয়ের জন্মদিনেও তাই সক্কাল সক্কাল গাড়ি নিয়ে শ্যুটিং করতে বেরিয়ে পড়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইনের তরফ থেকে গৌরবকে জিজ্ঞেস করা হয়েছিল, কাজের চাপে কি এই বছর দেবলীনার জন্মদিনটা সাদা-কালোতেই কাটবে? জবাবে সঙ্গে সঙ্গে অভিনেতা বলেন, ‘শ্যুটিং থাকলেও আমি হাফ ডে নিয়ে রেখেছি। দুপুরবেলায় দেবলীনা, আমি এবং আমার শ্বশুর-শাশুড়ি খেতে যাব। এরপর রাতে পরিবারের কাছের মানুষরা এবং বন্ধরা মিলে একটু পার্টি করব’।

Gourab Chatterjee Devlina Kumar, Devlina Kumar birthday

এসব তো নাহয় গেল দেবলীনার জন্মদিনের সারা দিনের প্ল্যানিং, কিন্তু স্ত্রীকে জন্মদিনের উপহার কী দেবেন ঋদ্ধিমান? অভিনেতা বলেন, ‘দেবলীনা সোনার গয়না খুব ভালোবাসে। প্রত্যেক বছর সোনার গয়নাই উপহার দিই। এই বছরও তার অন্যথা হবে না। সোনার কিছুই উপহার দেব’।

দেবলীনার জন্মদিনে গৌরবের প্ল্যানিং শুনেই বেশ বোঝা যাচ্ছে, তিনি শুধুমাত্র পর্দারই নন, বরং বাস্তবেও দুর্দান্ত স্বামী। ‘গাঁটছড়া’য় যেভাবে স্ত্রী খড়ির সবদিকের খেয়াল রাখেন তিনি, তেমনই বাস্তবেও দেবলীনার পছন্দ-অপছন্দের খেয়াল রাখতে কোনও ত্রুটি করেন না গৌরব।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥