এই মুহূর্তে বাংলা টেলি দুনিয়ার (Television) লাভবার্ডসদের মধ্যে অন্যতম হলেন রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। বেশ অনেকটা সময় হয়ে গেল সম্পর্কে আছেন দু’জনে। জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। সেখান থেকেই শুরু হয় তাঁদের লাভ স্টোরি (Love Story)। তবে অনেকেই ভাবেন, ‘যমুনা ঢাকি’র সেটেই হয়তো প্রথম আলাপ হয়েছিল রুবেল-শ্বেতার। তবে এমনটা কিন্তু মোটেই নয়। বরং অনেক ছোটবেলা থেকে একে অপরকে চিনতেন তাঁরা।
টেলি দুনিয়ার এই দুই তারকা নিজেদের প্রেম নিয়ে কখনও লুকোচুরি করেননি। বরাবর তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তবে রুবেল-শ্বেতার প্রথম আলাপ কীভাবে হয়েছিল তা কিন্তু অনেকেই জানেন না। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করার আগে থেকেই একে অপরকে চিনতেন দু’জনে। শ্যুটিং সেট নয়, বরং ক্লাস সেভেনে প্রথম আলাপ হয়েছিল দুই তারকার।
স্কুলে ক্লাস সেভেনে পড়াকালীন প্রথম আলাপ হয় রুবেল এবং শ্বেতার। পরে একই নাচের স্কুলেও ভর্তি হন দু’জনে। তবে সেই সময় কিন্তু প্রেম শুরু হয়নি তাঁদের। বরং তাঁদের মধ্যে ছিল নিছকই বন্ধুত্বের সম্পর্ক। এরপর নাচের প্রশিক্ষণ নিতে মুম্বই চলে যান রুবেল।
অপরদিকে শ্বেতাও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দুই বন্ধুর মধ্যে তৈরি হয় সাময়িক দূরত্ব। এরপর অন্য একজনের সঙ্গে সম্পর্কেও জড়ান শ্বেতা। তবে ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে অভিনয় করার সময় সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিনেত্রীকে প্রোপোজ করেন রুবেল।
যদিও সঙ্গে সঙ্গে রুবেলের প্রেমপ্রস্তাব গ্রহণ করেননি শ্বেতা। বরং কিছুটা সময় নেন তিনি। কারণ আগের সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা ছিল তাঁর। সেই কারণে রুবেলের সঙ্গে তাঁর সম্পর্ক আদৌ টিকবে কিনা তা নিয়েও ধন্দে ছিলেন তিনি। পরে অবশ্য পরিবারের পরামর্শ নিয়ে সম্পর্ক জড়ান দুই তারকা।
রুবেল এবং শ্বেতার সম্পর্কের কথা তাঁদের পরিবারের সকলে জানেন। প্রায়ই একে অপরের বাড়িতে সময় কাটাতে দেখা যায় তাঁদের। সমাজমাধ্যমেও পরিবারের সঙ্গে তোলা নানান ছবি শেয়ার করেন দু’জনে। একসঙ্গে ঘুরতেও যান তাঁরা। ইন্ডাস্ট্রির গুঞ্জন, বছর দুয়েকের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে পারেন এই তারকাজুটি। দেখা যাক, সেই গুঞ্জন সত্যি হয় কিনা।