বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত আইকনিক একটি ছবি হল ‘পোস্ত’ (Posto)। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী এই সিনেমা মুগ্ধ করেছিল দর্শকদের। ভিন্ন স্বাদের গল্পের মাধ্যমে সিনেপ্রেমী মানুষদের মন জয় করে নিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই ছবি। এবার টলিউডের এই ছবিই হিন্দিতে তৈরি হচ্ছে।
আগেই জানা গিয়েছিল, ‘পোস্ত’র হিন্দি রিমেকের মাধ্যমে বলিউডে পা রাখছেন শিবু-নন্দিতা জুটি। ছবির নাম রাখা হয়েছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। বাংলার ‘পোস্ত’য় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সৌমিত্রকে। তবে এই কিংবদন্তি অভিনেতা আজ আর আমাদের মধ্যে নেই। স্বাভাবিকভাবেই তাঁর চরিত্রে কাকে দেখা যাবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। অবশেষে মিলল সেই প্রশ্নের জবাব।
‘পোস্ত’য় দেখানো হয়েছিল, একটি শিশুর কাস্টডি নিয়ে তাঁর বাবা-মা এবং দাদু-ঠাকুমার মধ্যে আইনি লড়াই হচ্ছে। শিশুর মা-বাবার চরিত্রে দেখা গিয়েছিল যীশু-মিমিকে। অপরদিকে দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র। প্রথমে শোনা গিয়েছিল, সৌমিত্রর জায়গায় ‘পোস্ত’র হিন্দি রিমেকে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। তবে এবার জানা গেল, তিনি নন, বরং এই চরিত্রে বলিউডের আর এক নামী অভিনেতাকে দেখা যাবে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সৌমিত্রর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের নামী অভিনেতা পরেশ রাওয়ালকে (Paresh Rawal)। নাসিরুদ্দিন নয়, বরং কিংবদন্তি সৌমিত্রর জুতোয় পা গলাবেন ‘হেরা ফেরি’র বাবু ভাইয়া। পাশাপাশি ছবির বাকি কাস্টিংও প্রকাশ্যে এসে গিয়েছে।
‘পোস্ত’র মতোই ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’তেও মুখ্য চরিত্রে দেখা যাবে টলি ডিভা মিমিকে। তাঁর বিপরীতে অবশ্য যীশু নয়, বরং দেখা যাবে বলিউড অভিনেতা শিব পণ্ডিত। আগে অবশ্য এই চরিত্রে অভিনয় করার কথা ছিল অমিত সাধের। তবে শিডিউল সংক্রান্ত সমস্যার কারণে অভিনেতা সরে দাঁড়ান। মিমি এবং শিবের সন্তান হিসেবে দেখা যাবে মুম্বইয়েরই কোনও শিশু শিল্পীকে।
অপরদিকে শিশুর ঠাকুরদার চরিত্রে অভিনয় করবেন পরেশ। তিনি ছাড়াও শিবু-নন্দিতার বলিউড ডেবিউ ছবিতে দেখা যাবে, নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, মনোজ যোশীর মতো শিল্পীদের। ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র চোখ ধাঁধানো কাস্টিং প্রকাশ্যে এলেও এই ছবি কবে রিলিজ তা অবশ্য এখনও জানা যায়নি।