This Bengali serial actress is going to make her Bollywood debut : ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করে একাধিক জনপ্রিয় তারকা (Bengali Serial Actress) বড়পর্দায় পা রেখেছেন। শীঘ্রই সেই তালিকায় নাম জুড়তে চলেছে সৌমিতৃষা কুণ্ডু, দেবচন্দ্রিমা সিংহ রায়ের মতো জনপ্রিয় টেলি অভিনেত্রীদের। তবে বাংলা সিনেমায় (Tollywood) কাজ করলেও অনেকেরই মূল লক্ষ্য থাকে বলিউড (Bollywood)। ইতিমধ্যেই টলিপাড়ার একাধিক তারকা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন। এবার সেই লিস্টেই যুক্ত হতে চলেছে আর একটি নাম।
নিজের কাজের দৌলতে জাতীয় স্তরে পরিচিতি প্রত্যেক তারকাই চান। টলি সুন্দরী মধুমিতা সরকারও (Madhumita Sarcar) এর ব্যতিক্রম নন। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করে ইতিমধ্যেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেলেছেন তিনি। তবে এবার বলিউডের উড়ান নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছেন তিনি। শীঘ্রই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন এই বঙ্গ তনয়া।
টেলিভিশনের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল মধুমিতার। বিশেষত স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এখনও অনেকেই মধুমিতাকে পাখি নামেই চেনেন। এবার পর্দার ‘পাখি’ই বলিউডে পা রাখতে চলেছেন।
সিরিয়াল থেকে জনপ্রিয়তা পাওয়ার কিছু সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন মধুমিতা। খুব কম সময়ের মধ্যে খ্যাতির শিখরে পৌঁছে যান তিনি। তব শুধু টলিউড নয়, ইতিমধ্যেই দক্ষিণী সিনেমাতেও কাজ করে ফেলেছেন মধুমিতা। এবার বলিউডের পালা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বলিউড ডেবিউ নিয়ে মুখ খোলেন মধুমিতা। অভিনেত্রী বলেন, ‘ইনসাইড এজ’ খ্যাত অভিনেতা তনুজ ভিরওয়ানির বিপরীতে ‘ফর্জ’ (Farz) ছবিতে দেখা যাবে তাঁকে। পরিচালকের আসনে রয়েছেন প্রীতম মুখোপাধ্যায়। আগামী আগস্ট মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার সহ দেশের একাধিক রাজ্যে এক-দেড় মাস ধরে ঘুরে ঘুরে শ্যুটিং হবে। সেই জন্য সেখানকার বাসিন্দাদের মতো হিন্দি বলাটা রপ্ত করতে হচ্ছে টলি সুন্দরীকে।
বলিউড ডেবিউ নিয়ে কথা বললেও নিজের চরিত্রের সম্বন্ধে খুব একটা বেশি কিছু খোলসা করে বলেননি মধুমিতা। তবে তিনি জানান, ‘ফর্জ’ পুরোদস্তুর কমার্শিয়াল ছবি হতে চলেছে। সিনেমাহলেই মুক্তি পেতে চলেছে পর্দার ‘পাখি’র প্রথম বলিউড সিনেমা।