• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতারাতি ‘সন্ধ্যাতারা’ ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী! খবর শুনেই মাথায় বাজ দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) পথচলা শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছে বোনেদের ভালোবাসা নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিক (Bengali Serial)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে দুই বোনের নিখাদ ভালোবাসার গল্প নিয়ে শুরু হয়েছে এই মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা, সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অমৃতা দেবনাথ। কিন্তু এবার আচমকাই সিরিয়াল ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী (Bengali Serial Actress)!

যত দিন যাচ্ছে সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যে ‘সন্ধ্যাতারা’র জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা (Sandhya) এবং আকাশনীলের (Akashneel) দুষ্টু-মিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। টিআরপি তালিকাতেও দিন দিন উপরে উঠছে এই সিরিয়াল। এসবের মাঝেই আচমকা নাকি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন প্রধান অভিনেত্রী। সেই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের।

   

Sandhyatara serial Sandhya and Tara

‘সন্ধ্যাতারা’র গল্প এই মুহূর্তে দারুণ জমে উঠেছে। ধারাবাহিকের নতুন প্রোমোয় যেমন দেখা গিয়েছে, কলকাতায় গিয়ে তারার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে আকাশনীল। অপরদিকে বরের গাড়ির ডিকিতে চেপে শহরে রওনা দিয়েছে সন্ধ্যা। জমজমাট এই প্রোমো দেখে অনেকেই অনুমান করেছিলেন, এবার সিরিয়ালের টিআরপি একলাফে অনেকটা বাড়বে। কিন্তু প্রধান অভিনেত্রী সিরিয়াল ছেড়ে দেওয়ার খবর সামনে আসায় বেশ চিন্তায় পড়ে গিয়েছেন প্রত্যেকে।

এতদূর পড়ার পর নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, ‘সন্ধ্যাতারা’ ছেড়ে দিয়েছেন কোন অভিনেত্রী? তাহলে বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, স্টার জলসার এই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী (Moumita Chakraborty)। ধারাবাহিকে সন্ধ্যা এবং তারার মায়ের চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে।

Sandhyatara, Sandhyatara serial Sandhya mother, Moumita Chakraborty

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে ধারাবাহিকে সন্ধ্যা-তারার মায়ের চরিত্রের কোনও গুরুত্ব নেই। সেই জন্যই নাকি ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মৌমিতা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা চললেও মৌমিতা নিজে কিংবা ধারাবাহিক নির্মাতাদের তরফ থেকে এখনও এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তাই খবরের সত্যতা নিয়েও অনেকের মনে সংশয় দেখা দিয়েছে। নেটপাড়ায় ভাইরাল হওয়া খবর আদৌ সত্যি কিনা তা জানার জন্য আপাতত অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে।