পথে ঘাটে ট্রেনে বাসে প্রায়শই আমাদের চোখে পড়ে অর্থের অভাবে মানুষের দুর্দশা। যারা প্রতিনিয়ত পেট চালানোর জন্য হাত পাতে অন্য মানুষের কাছে। সমাজের এই ধনি দরিদ্রের বিভাজন আজকের নয়। চিরকালই ধনিদের উপর নির্ভর করেই দরিদ্রদের বেঁচে থাকতে হয়। কারণ এটা খুব কঠিন বাস্তব হলেও সত্যি যে, অর্থ ছাড়া জীবনে বেঁচে থাকা কার্যত অসম্ভব।
আর এই অর্থের অভাবেই মানুষ ভিক্ষা করতে বাধ্য হয়। কিন্তু কেউ কেউ পেটের তারনায় ভিক্ষা করলেও কেউ কেউ কার্যত এটাকে ব্যবসা বানিয়ে নিয়েছেন। যেমন সন্তান কোলে নিয়ে ভিক্ষা করেই প্রতিমাসে এই মহিলার ইনকাম প্রায় ১৯ লক্ষ টাকা। সংযুক্ত
আরব আমিরশাহীতে ঘটেছে এই ঘটনাটি। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এই মহিলাকে।
এ ব্যাপারে, আবদুল্লাহ আল হাসিমি হলেন দুবাই পুলিশের কর্মকর্তা, তিনি জানান যে ‘আরব আমিরশাহীর বাসিন্দা নন ওই ভিক্ষুক। তিনি ভ্রমন ভিসায় কোন পর্যটন কোম্পানির মাধ্যমে ভিক্ষা বৃত্তিতে এসে যুক্ত হন দুবাইতে এসে। গত মাসে তিনি ভিক্ষা করে এক লাখ দিরহাম আয় করেছেন।’
জানাযাচ্ছে, ২০১৮ সালে দুবাই থেকে প্রায় ২৪৩ জনকে গ্রেফতার করেছিল দুবাই পু’লিশ। আগের বছরগুলির তুলনায় সেটা ২০২০ সালে অনেকটাই কমেছে বলে জা’নিয়ে দুবাই ক’র্তৃপক্ষ। রমজান মাসে ভিখারির সংখ্যা বেড়ে যায় দুবাইতে। তাই এই মাসে প্রতিবার দেশটির পু’লিশেরা ততপর থাকে এই অনিয়ম সামাল দিতে।