• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহিদ কাপুর এবং করিনার ব্রেকাপের জন্য দায়ী এই অভিনেত্রী! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বলিউডে শাহিদ করিনার সম্পর্ক একসময় ছিল এভার গ্রিন লাভস্টোরি। কিন্তু নানান কারণে এই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। ‘জব উই মেট’ ছবির গীত আদিত্যর আর একসাথে থাকা হয়নি। জানা যায়, তাদের বিচ্ছেদের অসংখ্য কারনের মধ্যে অন্যতম শাহিদের সঙ্গে অমৃতা রাওয়ের ঘনিষ্ঠতা।সূত্রের খবর, প্রথমে ইস্ক ভিস্ক এবং পরে বিবাহ, পরপর দুটি সিনেমার শ্যুটিংয়ের সময় অমৃতা রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান শাহিদ কাপুর। আর সেই ছাপই এসে পড়ে করিনা শাহিদের সম্পর্কে।

২০০৪ সালে ‘ফিদা’ সিনেমা করার সময় থেকেই ধীরে ধীরে জমতে শুরু করে শাহিদ করিনার সম্পর্ক।
তারপর তারা একসাথে ‘জব উই মেট’ সিনেমা করেন যা বক্স অফিসে চূড়ান্ত হিট হয়েছিল। কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।

   

শোনা যায়, অমৃতা রাওয়ের সঙ্গে বিবাহ ছবি হিট হওয়ার পর ক্রমেই বাড়তে থাকে শাহিদ অমৃতার ঘনিষ্ঠতা। এই নিয়ে একসময় অনেক লড়াই ও করেছেন করিনা। অমৃতা রাওয়ের থেকে শাহিদকে সরেও থাকতে বলেছিলেন অভিনেত্রী। এভাবেই ক্রমে তাদের দূরতও বাড়তে থাকে অবশেষে ২০০৭ সালে ব্রেকাপ হয় শাহিদ করনার।

বর্তমানে তিন তারকাই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সুখেই রয়েছেন। সইফকে বিয়ে করে ইতিমধ্যেই এক সন্তানের মা করিনা। শিগগিরই নবাবের ঘর আলো করে আসতে চলেছে সইফ করিনার দ্বিতীয় সন্তান।

এদিকে, মা হতে চলেছেন অমৃতা রাও-ও। বিয়ের পর থেকেই নিজের ব্যক্তিগত জীবন চলচ্চিত্র এবং গ্ল্যামার জগতের ঝলকানি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অমৃতা। বিয়ের প্রায় ৪ বছর পরে প্রথমবার মা হতে চলেছেন অমৃতা রাও।দীর্ঘ ৭ বছর ডেটিংয়ের পরে ২০১৬ সালে আর জে আনমোলকে বিয়ে করেন অমৃতা রাও।