• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাঙনের পথে তৃতীয় বিয়ে! এবার সোহমের সাথে জুটি বাঁধলেন শ্রাবন্তী

Published on:

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে লাগাতার উঠে এসেছে শ্রাবন্তীর নাম। তৃতীয় বিয়েও নাকি ভাঙনের অভিনেত্রীর। এই নিয়েই চলছে তুমুল জল্পনা। পুজোর আগে থেকেই নাকি ভাটা পড়েছে রোশন-শ্রাবন্তীর সম্পর্কে। আর এক ছাদের তলায় থাকছেন না এই দম্পতি। শ্রাবন্তীর ইন্সটাগ্রামেও নেই তাদের হাসি মুখের ছবি। করওয়া চৌথ গেল তাও একসঙ্গে দেখা মিলল না রোশন শ্রাবন্তীর। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলতে শোনা যায়নি শ্রাবন্তীকে।

কিন্তু এবার রিয়েল লাইফের সম্পর্কে ভাটা পড়লেও রিল লাইফে ফের পুরোনো হিরো কাছে ফিরলেন অভিনেত্রী। সোহমের সাথে শীঘ্রই তাকে দেখা যাবে ওয়েব পর্দায়। হইচই-য়ের আসন্ন সিরিজ ‘দু’জনে’তে সোহম শ্রাবন্তী অভিনয় করতে চলেছেন। আর আজই শুরু হয়েছে তার শ্যুটিং।

আজই সোহম শ্রাবন্তীর ওয়েব সিরিজ ‘দুজনে’র পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে শ্রাবন্তী ধরা দিয়েছেন সম্পূর্ণ নতুন রূপে। এই থ্রিলার ছবিতে অহনা এবং অমর নামে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন নায়ক নায়িকা, ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

নায়ক নায়িকা দুজনেই প্রথমবার ওয়েবসিরিজে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি। সোহম বলেন, ‘সবার ভালবাসা এবং আশীর্বাদ নিয়ে আমার প্রথম ওয়েব সিরিজের জন্য প্রস্তুত হয়েছি! দু’জনে শুধুমাত্র একটা থ্রিলারই নয়, এর মূল বিষয়ের মধ্যে আছে প্রেমের গল্পও।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥