• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা আসার আগেই ভাঙল প্রেম! পুজোর আগেই বিচ্ছেদের পথে হাঁটলেন টলিপাড়ার এই ৫ তারকাজুটি

আর মাত্র কয়েকটা দিন। এরপরেই গোটা বাংলা জুড়ে শুরু হয়ে যাবে হইহই। দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে ফের নিজের বাড়ি ফিরছেন মা দুর্গা (Durga Puja)। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কবে কোন প্যান্ডেলে যাওয়া হবে? কী পরা হবে? তা নিয়ে চলছে জোর চর্চা আলোচনা। সেই সঙ্গেই যুগলরা অষ্টমীর প্ল্যানিং করতেও শুরু করে দিয়েছেন।

তবে এই আনন্দের মুহূর্তেই টলিপাড়ায় (Tollywood) যেন বাজছে বিষাদের সুর! কারণ মা আসার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু নামী কাপল। দুর্গাপুজোর আগেই আলাদা হয়েছে তাঁদের পথ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক পুজোর আগে ব্রেক আপের (Break Up) পথে হেঁটেছেন কোন কোন তারকাজুটি (Couple)।

   

Sohini Sarkar and Ranojoy Bishnu, Tollywood couples break up before Durga Puja

সোহিনী-রণজয় (Sohini Sarkar-Ranojoy Bishnu)- টলিউডের জনপ্রিয় জুটি সোহিনী-রণজয়ের পথ আলাদা হয়েছে। প্রেমে ইতি টেনে ভিন্ন ভিন্ন পথে হেঁটেছেন দু’জনে। তাঁদের মাখোমাখো প্রেম ভীষণ পছন্দ করতেন অনুরাগীরা। কিন্তু সেই প্রেমই পুজোর আগে ভেঙে গিয়েছে। সোহিনী-রণজয় এই বিষয়ে মুখ না খুললেও গুঞ্জন শোনা যাচ্ছে, গত আগস্ট মাসেই ব্রেক আপ হয়ে গিয়েছে তাঁদের।

Nabanita Das and Jeetu Kamal

জিতু-নবনীতা (Jeetu Kamal- Nabanita Das)- বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘আদর্শ কাপল’দের তালিকায় গণ্য করা হতো জিতু-নবনীতাকে। তাঁদের বৈবাহিক জীবনও সুখের ছিল বলেই জানা যায়। চলতি বছরও বিবাহবার্ষিকীর সময় লন্ডন উড়ে গিয়েছিলেন দু’জনে। কিন্তু এরপর আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা। আপাতত দু’জনের ডিভোর্স প্রক্রিয়া চলছে।

Shovan Ganguly and Swastika Dutta, Tollywood couple break up before Durga Puja

শোভন-স্বস্তিকা (Shovan Ganguly-Swastika Dutta)- গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে নিজের প্রেম নিয়ে কখনও লুকোচুরি করেননি অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কিন্তু আচমকাই শোনা যায়, বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জনে। যদিও প্রেম ভাঙার পর এখন ভালো বন্ধু হিসেবে একে অপরের পাশে আছেন শোভন-স্বস্তিকা।

Sayanta Modak and Priyanka Mitra, Tollywood couples break up before Durga Puja

সায়ন্ত-প্রিয়াঙ্কা (Sayanta Modak-Priyanka Mitra)- ‘খড়কুটো’ ধারাবাহিকের সেট থেকে আলাপ হয় সায়ন্ত-প্রিয়াঙ্কার। একসঙ্গে কাজ করতে করতে মন দেওয়া নেওয়া হয় দু’জনের। বেশি সময় লাগেনি সেই প্রেমের খবর বাইরে আসতে। তবে প্রেমের খবর সামনে আসার কিছুদিনের মধ্যেই জানা যায় ব্রেক আপ হয়ে গিয়েছে সায়ন্ত-প্রিয়াঙ্কার। এখন পথ আলাদা হয়েছে দু’জনের।

Ritabhari Chakraborty and Tathagata Chatterjee, Ritabhari Chakraborty announced pregnancy

ঋতাভরী-তথাগত (Ritabhari Chakraborty-Tathagata Chatterjee)- মনোবিদ তথাগতও প্রিয়তমা ঋতাভরীর মন রাখতে পারলেন না। টলি নায়িকার যখন পরপর দু’টো অপারেশন হয়েছিল তখন তাঁর হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন তাঁর প্রেমিক। শোনা গিয়েছিল, দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। তবে এরপর আচমকাই শোনা যায় বিচ্ছেদের পথে হেঁটেছেন দু’জনে। ঋতাভরী-তথাগত সেই খবর ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিলেও, এখন সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে তেমন ছবি শেয়ার করতে দেখা যায় না ‘ফাটাফাটি’ নায়িকাকে।