• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চলতি বছর খুব একটা ভালো না গেলেও! টলিপাড়ায় এই অভিনেত্রীদের পরিবারে এসেছে খুশির জোয়ার

২০২০ বছরটা খুবই খারাপ গিয়েছে অনেকের জন্য। করোনা মহামারী থেকে শুরু করে লকডাউন কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করেছে। এই প্রজন্মের ছেলে মেয়েদের একপ্রকার ঘরবন্দি হতে শিখিয়েছে এই বছরটা। কিন্তু এর মাঝেও টলিউডের কিছু অভিনেত্রীদের পরিবারে এবছর যেন খুশির জোয়ার এসেছে। এবছর দীর্ঘ লকডাউনে প্রেগনেন্ট (Pregnent) হয়েছেন টলিউডের নায়িকারা। তা সে টলিউডের টপ অভিনেত্রী কোয়েল মল্লিক হোক বা শুভশ্রী গাঙ্গুলি। আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ২০২০ সালে মা হলেন কোন কোন টলিউড অভিনেত্রীরা।

কোয়েল মল্লিক (Koel Mallick)

   

Koel Mallick কোয়েল মল্লিক Kabir কবির Pregnent

টলিউডের বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে তথা টপ বাংলা অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০১৩ সালে নিষ্পাল সিংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এবছর মা হয়েছেন অভিনেত্রী। বিগত ৫ই মে ২০২০তে পুত্র সন্তান হয়েছে অভিনেত্রীর। এবছরই দূর্গা অষ্টমীর দিনে ছেলের নাম রেখেছেন কোয়েল। অভিনেত্রী ছেলের নাম রেখেছেন ‘কবির’।

পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Bandhopadhyay)

Pregnent Puja Banerjee

টলিউডের আরেক অভিনেত্রী হলেন পূজা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী পূজাও এবছর মা হয়েছেন। ‘চ্যালেঞ্জ ২’ সিনেমার অভিনেত্রী পূজা ১লা অক্টোবর ২০২০ তারিখে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে, অভিনেত্রী কিন্তু এখনো বিয়ে করেননি। আগামী বছরে দীর্ঘদিনের প্রেমিক ও তার সন্তানের বাবা কৃষ্ণের সাথে বিবাহ করতে চলেছেন অভিনেত্রী। আর তাই ছেলের নাম রেখেছেন ‘কৃশিব’।

শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguli)

টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন তিনি। এবছর সেপ্টেম্বর মাসের ১২ তারিখে মা হয়েছেন শুভশ্রী। শুভশ্রী ওরাজের পরিবার আলো করে রাজপুত্র এসেছে তাদের কোলে। রাজ শুভশ্রী মিলে ছেলের নাম রেখেছেন ‘ইউভান’।

অঙ্কিতা মজুমদার পাল (Ankita Majumdar Paul)

Ankita Majumdar Paul অঙ্কিতা মজুমদার পাল

বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘জড়োয়ার ঝুমকো’। সিরিয়ালের মুলচরিত্র ভুমিকন্যার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল। এবছর লকডাউন চলাকালীন অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। আর সেপ্টেম্বর মাসের ৭ তারিখ ফুটফুটে রাজকন্যার জন্ম দিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা।

site