আজ বছরের শেষ দিন। ২০২০ (2020) সালটা অনেক কিছুই কেড়ে নিয়েছে আমাদের থেকে। হারাতে হারাতে বছর শেষে যেন হেরেই গেছি আমরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের (Corona Virus) এর দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে চারিপাশ। পাশাপাশি ছেড়ে গিয়েছেন অসংখ্য প্রিয় তারকা। দুর্ভাগ্যবশত এই বছরে পাওনার থেকেও হারানোর তালিকাই সবচেয়ে বেশি। চলুন বছর শেষে স্মৃতির পাতা উলটে করে নেওয়া যাক ‘ক্ষতি’র হিসেব।
সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)
ছটফটে দুটো প্রাণচ্ছল চোখে স্বপ্ন ছিল ভরপুর। ১৪ই জুন, ২০২০। হঠাৎই শিরোনামে উঠে এলেন বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বান্দ্রায় নিজের আবাসন থেকেই উদ্ধার হয় অভিনেতার মরদেহ। তদন্ত চলছে, প্রশ্ন একটাই এটা আত্মহত্যা নাকি খুন?
ইরফান খান (Irrfan Khan)
২০২০ এর বিষাক্ত সময় কেড়ে নিয়েছে প্রিয় অভিনেতা ইরফান খান (Irrfan khan)-কেও। ২০১৮ সালের মার্চ মাস থেকেই কঠিন রোগে ভুগছিলেন তিনি। নিউরো এন্ডোক্রিন টিউমার বাসা বেঁধেছিল অভিনেতার শরীরে।চলতি বছরের ২৯ শে এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান।
সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)
“জীবন মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে”! আজও ফেলুদা পড়তে বসলেই আমরা চেতনায় দেখতে পাই সৌমিত্র বাবুকেই।জীবন সংগ্রামে লড়ে চলা সেই অক্লান্ত অপু আজও বল জোগায় বেকার যুবকদের বুকে। হীরক রাজাদের গদি একাই টলিয়ে দিতে পারে উদয়ন পন্ডিতেরা। কিন্তু আজ পথের খোঁজ না পেয়ে ‘তিন ভুবনের পারেই’ চলে গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ১৫ ই নভেম্বর বেলা ১২ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়।
মনু মুখার্জি (Manu Mukherjee)
বয়সজনিত কারণে এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে অনেকদিনই শয্যাশায়ী ছিলেন অভিনেতা মনু মুখার্জি । অবশেষে ৬ই ডিসেম্বর সকাল ৯.৩৫ মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
ঋষি কাপুর (Rishi Kapoor)
৩০ শে এপ্রিল, ২০২০। দুবছর লিউকোমিয়া রোগের সঙ্গে জান কবুল লড়াই করে ৬৭ বছর বয়সে জীবনের হাল ছেড়েছেন ঋষি কাপুর। ক্যানসারের চিকিৎসার জন্য বেশ কয়েকবছর বিদেশে থাকলেও শেষ রক্ষা হয়নি।
এখানেই শেষ নয়। ২০২০ এর হারানোর তালিকাটা আরও বড়। এছাড়াও এই বছর আমরা হারিয়েছি সরোজ খান, তাপস পাল, ওয়াজিদ খান, ডিয়েগো মারাদোনা, আসিফ বাসরা সহ অসংখ্য প্রিয় তারকাদের।