• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমের মধু খেলেও হবে না বিয়ে! অর্জুন-মালাইকার সম্পর্কের ওপর শকুনের দৃষ্টি এই ৫ তারকার

Published on:

These bollywood celebs dont want Arjun Kapoor Malaika Arora to get Married

বলিপাড়ার ‘হটেস্ট’ কাপলদের মধ্যে ওপরের দিকেই নাম থাকবে অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora)। দুই তারকার প্রেমের সংবাদে মুখরিত থাকে সংবাদমাধ্যম। কবে তাঁদের চার হাত এক হবে এই অপেক্ষাতে দিন গুনতে থাকেন অনুরাগীরা। তবে অর্জুন-মালাইকার অনুরাগীদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে! কোনোদিন চার হাত এক হবে না অর্জুন-মালাইকার। বলিপাড়ার পাঁচ ব্যক্তির জন্য কোনোদিন অর্জুন কাপুরের বৌ হওয়ার স্বপ্ন পূরণ হবে না আরবাজ খানের প্রাক্তন স্ত্রী’য়ের।

Arjun Kapoor and Malaika Arora wedding

সোনম কাপুর (Sonam Kapoor)- বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, অর্জুনের খুড়তুতো বোন, অভিনেত্রী সোনম কাপুর মালাইকাকে একেবারেই পছন্দ করেন না। দু’জনের মধ্যে কথাবার্তাও নেই। একটি পার্টিতে দু’জনকে ঝগড়া করতেও দেখা  গিয়েছিল। অনিল কাপুরের মেয়ে নাকি একেবারেই চান না ভাই অর্জুনের সঙ্গে মালাইকার বিয়ে হোক। শুধু তাই নয়, এই নিয়ে নাকি ‘ইশকজাদে’র অভিনেতাকে তিনি ‘ধমকি’ পর্যন্ত দিয়েছেন।

Arjun Kapoor,Malaika Arora,Arjun Kapoor and Malaika Arora,Bollywood,Bollywood gossip,entertainment,অর্জুন কাপুর,মালাইকা অরোরা,অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা,অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার বিয়ে,বলিউড,বলিউড গসিপ,বিনোদন,Arjun Kapoor and Malaika Arora wedding

সলমন খান (Salman Khan)- বলিউডের ভাইজান এবং মালাইকার প্রাক্তন ভাসুর সলমন খানও চান না অর্জুন-মালাইকার বিয়ে হোক। তাঁদের সম্পর্ক ভাঙার জন্য নাকি সলমন অনেক চেষ্টাও করেছেন। অর্জুন যাতে মাল্লাকে বিয়ে না করেন এই নিয়ে নাকি তাঁর পিতা বনি কাপুরের সঙ্গেও কথা বলেছেন ভাইজান।

Salman Khan

বনি কাপুর (Boney Kapoor)- অর্জুন কাপুরের পিতা বনি কাপুরও মালাইকাকে ছেলের বৌ হিসেবে চান না। বিনা কারণে সলমন খান এবং তাঁর পরিবারের সঙ্গে ঝামেলায় জড়াতে চান না বনি।

Boney Kapoor

আরবাজ খান (Arbaaz Khan)- এই তালিকায় মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানের নামও রয়েছে। বলি অভিনেতা নিজে অন্য সম্পর্কে থাকলেও, মালাইকার সম্পর্ক নাকি তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। সেই কারণেই আরবাজ চান না অর্জুন-মালাইকার কোনোদিন বিয়ে হোক।

Arbaaz Khan

অনশুলা কাপুর (Anshula Kapoor)- অর্জুন কাপুরের বোন অনশুলাও শুরুর দিকে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে একেবারেই খুশি ছিলেন না। তবে জানা যাচ্ছে, আস্তে আস্তে তিনি নাকি বিষয়টি মেনে নিচ্ছেন।

Anshula Kapoor

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥