• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনেতা অভিনেত্রী থেকে হলেন নেতা নেত্রী! নির্বাচনে জিতলেন যেসকল তারকা প্রার্থীরা

২০২১ বিধানসভা নির্বাচন,জয়ী তারকা প্রার্থীদের তালিকা,তারকা প্রার্থী,বিজেপি,তৃণমূল,রাজ চক্রবর্তী,অদিতি মুন্সী,লাভলি মৈত্রী,সোহম চক্রবর্তী,2021 Assembly election,West Bengal,Tmc,BJP,Celebrity Candidates

অবশেষে শেষ হল পশ্চিম ২০২১ এর বিধানসভা নির্বাচন। অষ্টম দফা ভোটের শেষে ২রা মে ছিল চূড়ান্ত ফল ঘোষণা। সারা রাজ্যই কার্যত তাকিয়ে ছিল এই দিনটার দিকে। এবারের নির্বাচন ছিল অভিনব। তৃণমূল এবং বিজেপির হয়ে সারা রাজ্যেই লড়েছেন একঝাঁক তারকারা। কেউবা বিনোদন জগতের, কেউ বা খেলা। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল অনেক তারকা ধরাশায়ী হলেও, জিতে ফিরেছেন তারকাদের অনেকেই। অভিনেতা অভিনেত্রী থেকে কার্যত নেতা নেত্রী হয়ে উঠেছেন একঝাঁক টলি তারকারা। রবিবার সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হতেই

২০২১ বিধানসভা নির্বাচন,জয়ী তারকা প্রার্থীদের তালিকা,তারকা প্রার্থী,বিজেপি,তৃণমূল,রাজ চক্রবর্তী,অদিতি মুন্সী,লাভলি মৈত্রী,সোহম চক্রবর্তী,2021 Assembly election,West Bengal,Tmc,BJP,Celebrity Candidates

এক নজরে দেখে নিন নির্বাচনে জিতলেন কোন কোন তারকা প্রার্থীঃ

অগ্নিমিত্রা পাল:

আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে হারিয়ে জিতেছেন ফ্যাশন ডিজাইনার তথা এবারের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

জুন মালিয়া:

মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিটে জিতে ফিরেছেন অভিনেত্রী জুন মালিয়া।

অদিতি মুন্সী:

তৃণমূলের প্রার্থী গায়িকা অদিতি মুন্সী জিতেছেন রাজারহাট গোপালপুর থেকে ।

রাজ চক্রবর্তী :

ব্যারাকপুর থেকে জিতেছেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী।

চিরঞ্জিত চক্রবর্তী :

বারাসাত থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী।

লাভলি মৈত্র :

সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্র জয়লাভ করেছেন।

কাঞ্চন মল্লিক:

উত্তরপাড়া থেকে জিতেছেন তৃণমূলের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥