অবশেষে শেষ হল পশ্চিম ২০২১ এর বিধানসভা নির্বাচন। অষ্টম দফা ভোটের শেষে ২রা মে ছিল চূড়ান্ত ফল ঘোষণা। সারা রাজ্যই কার্যত তাকিয়ে ছিল এই দিনটার দিকে। এবারের নির্বাচন ছিল অভিনব। তৃণমূল এবং বিজেপির হয়ে সারা রাজ্যেই লড়েছেন একঝাঁক তারকারা। কেউবা বিনোদন জগতের, কেউ বা খেলা। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল অনেক তারকা ধরাশায়ী হলেও, জিতে ফিরেছেন তারকাদের অনেকেই। অভিনেতা অভিনেত্রী থেকে কার্যত নেতা নেত্রী হয়ে উঠেছেন একঝাঁক টলি তারকারা। রবিবার সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হতেই
এক নজরে দেখে নিন নির্বাচনে জিতলেন কোন কোন তারকা প্রার্থীঃ
অগ্নিমিত্রা পাল:
আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে হারিয়ে জিতেছেন ফ্যাশন ডিজাইনার তথা এবারের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
জুন মালিয়া:
মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিটে জিতে ফিরেছেন অভিনেত্রী জুন মালিয়া।
অদিতি মুন্সী:
তৃণমূলের প্রার্থী গায়িকা অদিতি মুন্সী জিতেছেন রাজারহাট গোপালপুর থেকে ।
রাজ চক্রবর্তী :
ব্যারাকপুর থেকে জিতেছেন টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী।
চিরঞ্জিত চক্রবর্তী :
বারাসাত থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী।
লাভলি মৈত্র :
সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্র জয়লাভ করেছেন।
কাঞ্চন মল্লিক:
উত্তরপাড়া থেকে জিতেছেন তৃণমূলের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক।