• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিভে গেল তারকাদের রোশনাই! নির্বাচনে হারলেন যে সকল সেলিব্রিটিরা

অবশেষে শেষ হল পশ্চিম ২০২১ এর বিধানসভা নির্বাচন। অষ্টম দফা ভোটের শেষে ২রা মে ছিল চূড়ান্ত ফল ঘোষণা। সারা রাজ্যই কার্যত তাকিয়ে ছিল এই দিনটার দিকে। এবারের নির্বাচন ছিল অভিনব। তৃণমূল এবং বিজেপির হয়ে সারা রাজ্যেই লড়েছেন একঝাঁক তারকারা। কেউবা বিনোদন জগতের, কেউ বা খেলা। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল অনেক তারকাই হয়েছেন ধরাশায়ী।

এক নজরে দেখে নিন কোন কোন তারকা প্রার্থী পরাজিত হলেন-

   

লকেট চ্যাটার্জি –

এবারের বিধানসভা নির্বাচনে হুগলীর চুঁচুড়া থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন লকেট।

২০২১ বিধানসভা নির্বাচন,পরাজিত তারকা প্রার্থীদের তালিকা,যশ দাশগুপ্ত,সায়নী ঘোষ,কৌশানি মুখোপাধ্যায়,বাবুল সুপ্রিয়,লকেট চ্যাটার্জি,বিজেপি,তৃণমূল,2021 Assembly election,West Bengal,Tmc,BJP,celebrity candidates

বাবুল সুপ্রিয়-

বিধানসভা ভোটে টালিগঞ্জ থেকে বিজেপির প্রতিনিধিত্ব করেছিলেন বাবুল সুপ্রিয়, ফলাফল বলছে তৃণমূলের অরূপ বিশ্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন গায়ক বাবুল।

babul supriyo

রুদ্রনীল ঘোষ-

ভবানীপুর থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তিনিও বিপুল ভোটে হেরেছেন তৃণমূলের কাছে।

রুদ্রনীল ঘোষ Rudranil Ghosh

সায়নী ঘোষ-

আসানসোল দক্ষিণের তৃণমূলের তারকা প্রার্থী ছিলেন সায়নী ঘোষ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কাছে বিপুল ভোটে হেরেছেন অভিনেত্রী।

sayani ghosh

যশ দাশগুপ্ত-

চন্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন যশ দাশগুপ্ত। বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

যশ দাশগুপ্ত Yash Dasgupta

কৌশানি মুখোপাধ্যায় –

কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী বিজেপির হেভিওয়েট প্রার্থী মুকুল রায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন।

Kaushani Mukherjee TMC Trinomool কৌশানি মুখোপাধ্যায়

এছাড়াও বেহালা পূর্ব থেকে বিজেপি প্রার্থী পায়েল সরকার হেরে গিয়েছেন। বরাহনগর থেকে হেরে গিয়েছেন বিজেপির পার্ণো মিত্র ।শ্যামপুর থেকে হেরে গিয়েছেন তনুশ্রী চক্রবর্তী।

site