বলিউড নামটাই যেন কেমন একটা আকর্ষণ করে। বলিউডের অভিনেতা অভিনেত্রীদের দেখে তাদের মত হবার ইচ্ছা প্রকাশ করেন অনেকেই। জনপ্রিয়তার ও সম্মানের সাথে প্রচুর অর্থের মালিক হওয়া যায় বলিউডে। বলিউডের সেলেব্রিটিদের সম্পত্তি অন্তত সেটাই বলে। কিন্তু বলিউডের এই সেলেব্রিটিদেড় পড়াশোনা কতদূর জানেন?
কেউ কেউ পঞ্চম শ্রেণী ফেল তো কেউ আবার দ্বাদশ শ্রেণীতেই হোঁচট খেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। বলিউডের এমন কিছু তারকাদের তালিকা আজ তৈরী করেছি যা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন। আসুন দেখে নেওয়া যাক এই তালিকাঃ
সালমান খান (Salman Khan)
বলিউডের ভাইজান সালমান খান। তিনি গোয়ালিয়ার সিন্ধিয়া স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন। এরপর যথাক্রমে মুম্বাইয়ের সেন্ট স্ট্যানিসলস স্কুল ও বান্দ্রা ন্যাশনাল কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু দ্বাদশ শ্রেণীর পর পড়া ছারে দিয়েছিলাম ভাইযান সালমান খান।
আমির খান (Amir Khan)
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বলিউডে পারফেক্ট হলেও পড়াশোনার দিকে বেশি দূর এগোতে পারেননি অভিনেতা। দ্বাদশ শ্রেনির পরেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন আমির খান।
কাজল (Kajol)
ডিডিএলজে খ্যাত অভিনেত্রী কাজল নাম শুনলেই সিনেমার সেই মাঠের মধ্যেকার দীর্ষই মনে পড়ে যায়। নিজের অভিনয়ের কারণে জনপ্রিয়তার সিরিজে উঠেছিলেন অভিনেত্রী। কিন্তু আসল জীবনে দ্বাদশ শ্রেণীতে ফেল করেছিলেন অভিনেত্রী। এরপর আর পড়াশোনা করেননি।
ঐশ্বর্য রাই (Aishwarya Rai)
এককালের বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই। জানেন কি অভিনেত্রীকে মডেলিং এর জন্য পড়াশোনা ছাড়তে হয়েছিল! অভিনেত্রী আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছিলেন। কিন্তু মডেলিং এর কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেই প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড তো বটেই হলিউডেও অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনেত্রী তার হাই স্কুলের পড়াশোনা সেরেছেন আমেরিকা থেকে। এরপর মুম্বাই এর যায় হিন্দ কলেজে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়তে শুরু করেন। কিন্তু মডেলিং এর কারণে তা ছেড়ে দেন।
কঙ্গনা রানাউত ( Kangana Ranaut)
বলিউডের অভিনেত্রী কঙ্গনা, মাঝেমধ্যেই সাহসী মন্তব্যের জেরে শব্দ মাধ্যমের শিরোনামে আসেন অভিনেত্রী। অভিনেত্রী দ্বাদশ শ্রেণীতে কেমিস্ট্রিতে ফেল করেছিলেন। এরপর অভিনেত্রী বুঝতে পারেন পড়াশোনা তার জন্য নয়। তিনি অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু পরীক্ষা দেননি।
করিশ্মা কাপুর (Karishma Kapoor)
বলিউডের নব্বইয়ের দশকের সুপার হিট অভিনেত্রী করিশ্মা কাপুর। অভিনয়ের দিক দিয়ে টপ ক্লাস হলেও, পড়াশোনা এগিয়েছিল মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত। শুনে অবাক লাগলেও অভিনেত্রী পঞ্চম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করেছেন।