• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সেলেব্রিটিরা তাদের এই মুহূর্ত গুলির জন্য ব্যাপক ট্রোলিং এর শিকার হয়েছেন

Published on:

বলিউড (Bollywood) নিয়ে চর্চার শেষ নেই। বি-টাউনের প্রতিটি ছোট ঘটনাও মাঝে মধ্যে বিশাল খবর হয়ে যায়। বিশেষ করে বলিউড তারকাদের ছবির খবর থেকে শুরু করে বাস্তবের খুঁটিনাটি খবরের জন্য আগ্রহী সকলেই। তা সে বলি তারকাদের বাস্তবের সম্পর্ক থেকে শুরু করে কোনো ভুলত্রূটি কোনোকিছুই নজর এড়ায় না নেটিজেনদের। আর এই কারণেই কিছু কিছু ভুল মুহূর্তের জন্য আজ বলিউডের তারকাদেরকে ট্রোল হতে হয়।

বলিউডে সময়ে সময়ে পোশাকের ধরণ পাল্টেছে। মাঝেমধ্যে সাহসী পোশাকে নতুন ধরণের লুকস নিয়ে দেখা গিয়েছে অভিনেত্র্রীদের। তবে, বেশিরভাগ অভিনেত্রীরাই সাহসী ও নতুন ধরণের লুকসের কারণে ট্রোলড হয়েছেন। এই দলে রয়েছেন বহু ষ্টার অভিনেত্রীরাও। আসুন দেখে নেওয়া যাক এই সমস্ত অভিনেত্রীদের ‘উপস’ মুহূর্তের তালিকা।

১. প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)

বলিউডের অভিনেত্রী  প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী আমেরিকান পপ সিঙ্গার নিক জোনাসনকে  বিয়ে করেছেন। কিছুদিন আগে হলিউডের গ্রামী অ্যাওয়ার্ড শোতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা ও নিকের জুটিকে। সেখানে প্রিয়াঙ্কাকে তার পোশাকের কারণে ব্যাপক ট্রলিং এর শিকার হতে হয়েছিল।

২. ঋষি কাপুর (Rishi Kapoor) ও দিব্যা ভারতী (Divya Bharti)

ঋষি কাপুর ও দিব্যা ভারতী একটি ছবি শুটিংয়ের সময়  বৃষ্টিতে ভিজে রোমান্টিক দৃশ্যের শুট করছিলেন। সেই বৃষ্টিভেজা রোমান্টিক দৃশ্যের ছবি  দেখলেই বোঝাযায় যে কিছু একটা ভুল আছে। আর সেই কারণে আজ এই ছবিটির জন্য ট্রোলিং করা হয়।

৩. শত্রূঘ্ন সিনহা (Satrughna Sinha)

বলিউডে অভিনয় করতে করতে মাঝেমধ্যেই এমন কিছু দৃশ্য চোখ এপারে যা বেশ বোল্ড ও হট। বলিউডের অভিনেতা শত্রূঘ্ন সিনহা। অভিনেতা ১৯৭৪ সালে বদলা ছবির শুটিং চলাকালীন একটি বোল্ড দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেতাকে। আসলে অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে ঝগড়ার দৃশ্যের শুটিং হচ্ছিল। সে সময়  অভিনেত্রীকে পেছন থেকে চেপে ধরেছিলেন শত্রূঘ্ন। তখন অভিনেত্রীর পোশাকের কারণে উপস মুহূর্তের শিকার হন অভিনেতা শত্রূঘ্ন সিনহা।

৪. কাজল (Kajol)

বলিউডের সুপারস্টার অভিনেত্রী কাজল। শাহরুখ খানের সাথে অভিনেত্রীর করা ডিডিএলজে সিনেমা আজও লোকেদের নব্বইয়ের দশকের রোমান্সের কথা মনে করিয়ে দেয়। এই  ছবির শুটিং চলাকালীন, একটি দৃশ্যে অভিনেত্রী কাজলকে একটি সুইম স্যুটে দেখা গিয়েছিল। হলুদ রঙের সেই সুইম স্যুটটির কারণে সে সময় ব্যাপক ট্রোল হয়েছিলেন অভিনেত্রী।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥