যে কোনও বলিউড (Bollywood) সিনেমার (Movie) অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন স্তম্ভ হল নায়ক, নায়িকা এবং ভিলেন (Villain)। ছবি সুপারহিট হওয়ার জন্য যেমন ভালো নায়ক-নায়িকা প্রয়োজন, তেমনই দরকার ভালো খলনায়ক। কারণ হিরোকে টেক্কা দেওয়ার মতো ভিলেন না থাকলে দর্শকদের তা দেখতে ভালোলাগে না। আজকের প্রতিবেদনে বলিউড (Bollywood) এবং সাউথের (South Indian Movie) এমন ৮ ছবির নাম তুলে ধরা হল যেগুলি ভিলেনের তুখোড় অভিনয়ের জোরে সুপারহিট হয়েছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা।
এক ভিলেন (Ek Villain)- সিদ্ধার্থ মলহোত্রার কেরিয়ারের অন্যতম হিট ছবি হল ‘এক ভিলেন’। এই ছবিতে খলনায়কের চরিত্রে নজরকাড়া অভিনয় করেছিলেন রীতেশ দেশমুখ। সাধারণত কমেডি চরিত্রে দেখা গেলেও ‘এক ভিলেন’এ ভিলেন হিসেবে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
অগ্নিপথ (Agneepath)- ঋত্বিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘অগ্নিপথ’র নামও তালিকায় রয়েছে। এই সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। কাঞ্চা চিনার চরিত্রে সঞ্জুবাবার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।
ডর (Darr)- যশ চোপড়ার এই সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, সানি দেওল এবং জুহি চাওলা। ‘ডর’এ নায়ক নয়, বরং খলনায়ক হিসেবে দেখা মিলেছিল কিং খানের। তবে নায়ক সানি নয়, বরং সকল লাইমলাইট কিন্তু কেরে নিয়েছিলেন শাহরুখই।
মিস্টার ইন্ডিয়া (Mr India)- বলিউডের ইতিহাসের অন্যতম আইকনিক ছবি হল ‘মিস্টার ইন্ডিয়া’। অনিল কাপুর, শ্রীদেবী অভিনীত এই সিনেমায় খলনায়ক হিসেবে দেখা গিয়েছিল অমরীশ পুরীকে। ‘মোগ্যাম্বো’র অভিনয় আজও ভুলতে পারেনি দর্শকরা।
তানহাজি (Tanhaji)- তালিকায় নাম রয়েছে ‘তানহাজি’রও। ওম রাউত পরিচালিত এই সিনেমায় নায়ক হিসেবে দেখা গিয়েছিল অজয় দেবগণকে। তবে ‘সিংঘম’ নয়, দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন খলনায়ক সইফ আলি খান।
কেজিএফ ২ (KGF 2)- ‘অগ্নিপথ’র মতো এই ব্লকবাস্টার দক্ষিণী সিনেমাতেও ভিলেন হিসেবে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। যশ অভিনীত এই সিনেমায় সঞ্জুবাবার অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের।
পুষ্পা (Pushpa)- সুকুমার পরিচালিত এই সিনেমায় আল্লু অর্জুন আসলে নায়ক নাকি ভিলেন তা নিয়ে ধন্দ রয়েছে। তবে দর্শকদের একাংশের মত, আল্লু আসলে এই ছবির ভিলেন। তাঁর অভিনয় কিন্তু মুগ্ধ করেছিল দর্শকদের।
মর্দানি ২ (Mardaani 2)- তালিকায় সবার শেষ নামটি হল ‘মর্দানি ২’। রানী মুখার্জি অভিনীত এই সিনেমা বক্স অফিসে দারুণ হিট হয়েছিল।
তবে রানী থাকলেও এই ছবির আসল ‘হিরো’ কিন্তু ছিলেন বিশাল জেঠওয়া। খলনায়কের চরিত্রে অভিনয় করলেও তাঁর তুখোড় অভিনয় নজর কেড়েছিল দর্শকদের।