• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের এই অভিনেত্রীরা নিজেদের ভাইয়ের বয়সী পুরুষদেরকেই বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসাবে!

Bollywood Couples in which wife are elder than husband

প্রাচীন কাল থেকে আমরা দেখে আসছি যে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পুরুষ ও নারীর মধ্যে পুরুষের বয়সই সবসময় বেশি হয়ে থাকে। তবে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পুরুষের বয়স যদি মহিলার বয়স থেকে কম হয় তাহলে সেক্ষত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদিও দম্পতি তাঁরা একে অপরের সঙ্গে ভালো থাকলেও কিছু নোংরা মানুষ আছেন যাঁরা শুধুমাত্র বয়স টাকেই প্রাধান্য দিয়ে নানান মন্তব্য করেন।

তবে, বলিউডে (Bollywood) এমন বেশ কয়েকটি জনপ্রিয় দম্পতি রয়েছেন যারা তাঁদের স্ত্রী র চেয়ে বয়সে ছোট। তবুও তাঁদের সম্পর্ক বেশ ভালোভাবেই চলছে। তাঁরা প্রমান করেছে যে, বয়সটা শুধুমাত্র একটি সংখ্যা মাত্র। দুটো মানুষ একে অপরকে ভালোবাসলে পাশে থাকলে বয়সটা কখনোই কোনো বাঁধা সৃষ্টি করতে পারেনা।

১.ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চন (Aishwarya Rai Bacchan & Abhishek Bacchan)

Bollywood Couples in which wife are elder than husband Aishwarya Rai Bacchan Abhishek Bacchan

বলিউডের অতি জনপ্রিয় তারকা জুটি হলেন অভিষেক ও ঐশ্বর্য্য। তবে, অনেকেই জানেন না যে, অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই বচ্চন এর থেকে দুবছরের ছোট। বিয়ের আগে তাঁরা দুবছর একে অপরের সঙ্গে প্রেম করেছেন। তাঁদের এই দাম্পত্য মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো শোনা গেলেও তাঁদের মধ্যেকার সম্পর্ক যে, বেশ মজবুজ তাঁদের দেখলেই বোঝা যায়। তাঁদের একটি মেয়েও রয়েছে। তাঁর নাম আরাধ্য।

২. শিল্পা শেট্টি কুন্দ্রা এবং রাজ কুন্দ্রা (Shilpa Shetty Kundra & Raj Kundra)

Bollywood Couples in which wife are elder than husband Shilpa Shetty Raj Kundra

বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি। তাঁর প্রেমে পাগল হয়নি এমন পুরুষ নেই। তেমনই রাজ কুন্দ্রাও তাঁর প্রেমে পড়েছিলেন। শিল্পা ও রাজের বিয়েতে বয়সটা শিল্পার বয়স কোনোভাবেই তাঁদের ভালোবাসায় বাঁধা সৃষ্টি করতে পারেননি। এমনকি এই কথাটি তাঁরা প্রকাশ্যেই স্বীকার করেছেন। বর্তমানে এই দম্পতি তিনটি সন্তান নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

৩.সুস্মিতা সেন এবং রহমান সাওয়াল (Sus)

Bollywood Couples in which wife are elder than husband Sushmita Sen Rohman Shawal

বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা সেন। তাঁর ৪৫তম জন্মদিনে এই অভিনেত্রী তাঁর চেয়ে ১৫ বছরের ছোট মডেল রহমান সওয়াল এর সঙ্গে ডেটিং করেন। সুস্মিতা সেনের দুই মেয়েও রয়েছে। তাঁদের একজনের নাম রিনি ও অন্যজনের নাম আলিসা। অভিনেত্রী তাঁর পার্টনার তাঁর চেয়ে বয়সে ছোট হওয়া প্রসঙ্গে বলেন যে, তিনি রোমান্টিক মানুষদের বিশ্বাস করেন এবং পছন্দ করেন। যে তাকে সম্পূর্ণ করবে।

৪.মালাইকা আরোরা ও অর্জুন কাপুর

Bollywood Couples in which wife are elder than husband Malaika Arora Arjun Kapoor

অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মালাইকা আরোরা বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অর্জুন মালাইকার চেয়ে প্রায় ১৫ বছরের ছোট। তাঁদের সম্পর্ক নিয়ে অনেক ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু তা সত্ত্বেও তাঁদের সম্পর্কে এতটুকুও চির ধরেনি।

৫.সোহা আলী খান এবং কুনাল খেমু

Bollywood Couples in which wife are elder than husband Soha Ali Khan Kunal Khemu

সোশ্যাল মিডিয়ায় তাঁরা কম এক্টিভ থাকলেও ব্যাক্তিগত জীবনে তাঁদের দুজনের ভালোবাসা কিন্তু বেশ সক্রিয়। ২০০৯ সালে একটি সিনেমার শ্যুটিং এর সময়ই তাঁদের মধ্যে আলাপ হয়। তারপরই একে অপরের মধ্যে প্রেম হয়। যদিও কুনাল সোহার চেয়ে পাঁচ বছরের ছোট। তবে, তাঁদের ভালোবাসায় কোন প্রভাব ফেলতে পারেনি বয়স।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥