বলিউডের (Bollywood) অভিনেত্রী সামিরা রেড্ডি (Sameera Reddy)। ২০০২ সালে ‘মেয়নে তুঝকো দিল দিয়া’ ছবি দিয়ে পা রাখেন বলিউডে। এরপর ‘রেস’, ‘দে দানা দান’ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী। বলিউড ছাড়াও সাউথ ইন্ডিয়ান ফিল্মেও অভিনয় করেছেন। কিন্তু অভিনেত্রীর ছবি খুব একটা সাফল্য পায়নি।
ছবি সফল না হওয়ায় অভিনেত্রী বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরপর ২০১৪ তে অভিনেত্রী এক ব্যবসায়ীকে বিয়ে করেন। বর্তমানে দুটি সন্তানের মা অভিনেত্রী সামিরা রেড্ডি। ২০১৫ তে অভিনেত্রী প্রথমে পুত্র সন্তানের জন্মদিন। জানা যায় মা গর্ভাবস্থায় অভিনেত্রীর ওজন প্রচন্ড বেড়ে গিয়েছিলকে। ১০২ কেজি হয়েগিয়েছিল ওজন।
এতটাই মোটা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী যে, বাড়ি থেকে বেড়াতে পর্যন্ত লজ্জা পেতেন। অভিনেত্রীকে চেনাই ডে হয়ে পড়েছিল। লোকে অভিনেত্রীকে দেখে ট্রোল করতে শুরু করেছিলেন। অভিনেত্রী তখন ট্রোলের জবাবে বলেছিলেন, সবাই তো আর কারিনা কাপুর হতে পারে না! যে মা হবার পরেই হু হু করে নিজের অভিনয় ওজন কমিয়ে ফেলতে পারবে।
অভিনেত্রী জানিয়েছিলেন গর্ভাবস্থার পরেও অভিনেত্রীকে দীর্ঘ ৫ মাস বিছানায় থাকতে হয়েছিল। কারণ প্লাসেন্টা প্রভিয়া নামক এক রোগে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রী মানসিকভাবেও বিধস্ত হয়ে পড়েছিলেন। মানসিক থেরাপি নিয়ে খানিকটা সুষ্ঠ হতে হয়েছিল অভিনেত্রীকে।
তবে, সামিরা মানসিক চিকিৎসার পর অনেকটা স্বাভাবিক হয়েছিলেন। নিজের ফিটনেস সম্পর্কে বেশ সচেতন ছিলেন অভিনেত্রী। নিজেকে ফিট রাখার জন্য সাঁতারের সাহায্য নেন তিনি। তার মতে একমাত্র সাঁতারই হল এমন একটি ব্যায়াম যাতে শরীরের প্রতিটি পেশী ফিট রাখা যায়।