• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় শুরু করে বড়পর্দার পরিচিত মুখ, সিরিয়েল থেকেই উত্থান এই সুন্দরী অভিনেত্রীদের

জীবনে একেবারেই সাফল্য আসে না। বহুবারের চেষ্টায় বা পরিশ্রমের ফল হিসাবে আসে সাফল্য। এর জন্য একেবারে গোড়া থেকে শুরু করতে হয়, তবেই মেলে সাফল্য। টলিউডের বেশ কিছু অভিনেত্রীরা (tollywood actress) রয়েছেন যারা এই বাণীকে সত্যি প্রমাণ করেছেন। কারণ তারা একসময় ছোট পর্দায় শুরু করেছিলেন ঠিকই তবে ধীরে ধীরে নিজেকে প্রমান করে আজ টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন।

কারা এই অভিনেত্রীরা? মনে প্রশ্ন জাগছে নিশ্চই! আসলে এমন কিছু অভিনেত্রীরা রয়েছেন যারা হয়তো সিরিয়ালের পর্দা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তবে আজ তারা টলিউড এমনকি বলিউডেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। তবে তাদের জীবনের প্রথম দিকের সিরিয়ালগুলিকে আজও মনে রেখে দিয়েছে মানুষ। আজ এই ধরণের কিছু অভিনেত্রীদের সম্পর্কেই জানাবো।

   

মধুমিতা সরকার Madhumita Sarcar

প্রথমেই আসি বর্তমানে টলিপাড়ার গ্ল্যাম কুইন ও সেক্সী অভিনেত্রী মধুমিতা সরকারের (madhumita sarcar) কথায়। অভিনেত্রীকে আজ সিনেমার রুপোলি পর্দায় দেখা গেলেও শুরুটা হয়েছিল সিরিয়ালের হাত ধরেই। একসময় ‘বোঝে না সে বোঝে না’ পাখি ঘোষ দস্তিদারের চরিত্রে অভিনেত্রীর অভিনয় মন কেড়েছিল বাঙালি দর্শকের। তবে আজ অভিনেত্রীর জনপ্রিয়তা বেড়েছে অনেকটাই।

Ritabhari Chakraborty ঋতাভরী চক্রবর্তী

টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী (ritabhari chakraborty)। ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালে অভিনয় দিয়ে পথ চলা শুরু হয়েছিল অভিনেত্রীর। এরপর টলিউডে প্রবেশ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে দুর্দান্ত অভিনয় অভিনেত্রীকে দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। তবে বর্তমানে অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী হয়ে উঠেছেন অভিনেত্রী।

Sandipta Sen,Ritabhari Chakraborty,Madhumita Sarcar,সন্দীপ্তা সেন,ঋতাভরী চক্রবর্তী,মধুমিতা সরকার,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,Serial Actress,সিরিয়াল অভিনেত্রী

ঐন্দ্রিলা সেন (oindrila sen), নামটা বর্তমানে সকলের কচি বেশ পরিচিত। টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে দীর্ঘদিনের প্রেম রয়েছে অভিনেত্রীর। শীঘ্রই বিয়েও করতে চলেছেন দুজনে। কিছুদিন আগেই দুজনের অভিনীত ম্যাজিক ছবিটি রিলিজ হয়েছে। তবে বর্তমানে সিনেমায় দেখা গেলেও অভিনেত্রীর প্রথম জীবনের ‘সাত পাকে বাঁধা’ সিরিয়ালের কথা এখনো মনে রয়েছে দর্শকদের।

Sandipta Sen সন্দীপ্তা সেন

বাঙালি অভিনেত্রী সন্দীপ্তা সেন (sandipta sen) সিরিয়ালের হাত ধরেই প্রবেশ করেছিলেন অভিনয় ইন্ডাস্ট্রিতে। দূর্গা দুৰ্গেশ্বরী, প্রতিদান, টাপুর টুপুর এর মত একাধিক সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে  প্রথম সিরিয়াল দূর্গাতে অভিনেত্রীর অভিনয় আজ বাঙালির মনে গেঁথে রয়ে গিয়েছে। বর্তমানে টলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্দীপ্তা।

site