বলিউডের (Bollywood) মোস্ট এলিজেবল ব্যাচেলার হলেন সালমান খান (Salman Khan)। বলিউডের বহু অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়ালেও সম্পর্ক বেশি দিন টেকেনি, নাহলে কোনো না কোনো কারণে ভেঙে গিয়েছে সম্পর্ক। এখনো ব্যাচেলারই রয়েছেন বলিউডের দাবাং হিরো সালমান খান। বর্তমানে অভিনেতার বয়স ৫০ পার। কিন্তু আজ মেয়েদের সালমানের জন্য প্রেমে ভাটা পড়েনি এতটুকুও।
বহু মহিলারই স্বপ্নের রাজকুমার হলেন সালমান খান। অনেকেই তাকে বিয়ে করার স্বপ্ন দেখেন। এবার, এক অভিনেত্রী সালমান খানকে বিয়ে করতে চেয়ে প্রস্তাব দিলেন। হেট স্টোরি ৪ এর হট অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) সালমানকে বিয়ে করতে চেয়েছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন বলিউডের সালমান খানকে তার বিশাল পছন্দ। সালমানের বড়সড় ফ্যান তিন। এর পর সালমান খান যদি অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন তাতে তিনি রাজি হবেন কিনা প্রশ্ন করা হয়। তখন অভিনেত্রী বলেন, সালমান খানকে বিয়ে করতে তো সবাই রাজি, অভিনেত্রীও তার ব্যতিক্রম নন। সালমান খান বিয়ে করতে চাইলে অভিনেত্রী তৎক্ষণাৎ বিয়েতে রাজি বলেন জানান তিনি।
আসলে, উর্বশী প্রথম অভিনেত্রী নন, যিনি সালমান খানকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। অনেকসময়ই অভিনেত্রীদের সালমান খানকে বিয়ে করার প্রশ্নে অভিনেত্রীরা হ্যা বলেছেন। কিন্তু বিয়ের কোনো কথাতেই কাজ দিতে নারাজ সালমানখান। এদিকে বলিউডের দাবাং হিরো সালমান খানের অগণিত ভক্তরা সালমান খানের বিয়ে নিয়ে বেশ চিন্তিত। তাই সালমানের বিয়ে নিয়ে আলোচনার অন্ত নেই।
প্রসঙ্গত, বর্তমানে বিগ বস সিজেন ১৪ তে আছেন সালমান খান। বিগ বসের মঞ্চে এক জ্যোতিষকে নিজের হাত দেখিয়ে বিয়ের কথা জানে চেয়েছিলেন সালমান খান। তখন অভিনেতার হাত দেখে জোতিষী বলেন, তার আর কোনো বিয়ের যোগ নেই। অর্থাৎ আর বিয়ে হবেনা সালমান খানের।