• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল থেকে বাস্তব জীবন, পর্দার এই নায়ক-নায়িকা জুটি আসলেও লাভবার্ডস

বাঙালি ঘরে সন্ধ্যে মানেই সিরিয়াল। বড় পর্দায় ছবি দেখা তো আছেই, তবে সিরিয়ালের বাঙালিদের আলাদা একটা নেশা। হবে নাই বা কেন বাঙালি অভিনেতা অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয় আরো প্রাণবন্ত ও জনপ্রিয় করে তোলে সিরিয়ালগুলিকে। সিরিয়ালে দেখার পর তাদের বাস্তব জীবনের সমন্ধে জানতেও মানুষ প্রবল আগ্রহী হয়ে পরে। যেমন আসল জীবনে তারা আদৌ প্রেম করেন কিনা! যদি প্রেম করেন  তাহলে কাকে করেন? এই ধরণের সব কৌতূহল জাগে মনের মধ্যে।

আজ আপনাদের কিছু সিরিয়ালের জুটির কথা বলবো। এই জুটির অভিনেতা অভিনেত্রীরা শুধু টিভির পর্দায় নয় বাস্তব জীবনেও একেঅপরের সাথে থাকেন। অর্থাৎ প্রেম করেন। রইল সেই সমস্ত নায়ক-নায়িকাদের তালিকা সাথে থাকছে ছবি।

   

১. দেবপর্না চক্রবর্তী (Debparna Chakraborty)

ভানুমতির খেল ও নেতাছি সিরিয়ালের অভিনয় করেছেন অভিনেত্রী দেবপর্না চক্রবর্তী। এই সিরিয়াল ছাড়াও আরো অন্যান্য সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনেতা শুভ্রজ্যোতি চৌধুরীকে বিয়ে করেছেন তিনি।

২. শুভজিৎ কর (Subhajit Kar)

ধ্রুবতারা সিরিয়ালের অভিনেতা শুভজিৎ কর। অভিনয়ের জেরে দর্শকদের মনে জায়গা করে  নিতে সক্ষম হয়েছেন। শুভজিতের স্ত্রী হলেন অভিনেত্রী প্রিয়াম চক্রবর্তী। দীর্ঘদিন ধরে প্রেম করার পরে দুজনে বর্তমানে বিবাহিত।

৩.  রাজা গোস্বামী (Raja Goswami)

 

অভিনেতা রাজা গোস্বামী বর্তমানে খড়কুটো সিরিয়ালে অভিনয় করছেন। এর আগে তাকে ভালোবাসা ডট কম সিরিয়ালে দেখা গিয়েছিল, এটি ছিল রাজার প্রথম সিরিয়াল। সেই সিরিয়ালে কাজ করার সময়ই অভিনেত্রী মধুবনীকে ভালো লেগে যায়। ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসা তারপর বিয়ে। বর্তমানে স্বামী স্ত্রী তারা।

৪. বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)

কে আপন কে পর সিরিয়ালে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। অভিনেতার স্ত্রী হলেন অভিনেত্রী অন্তরা ঘোষ। একেঅপরের সাথে বেশ কিছুদিন গোপনে প্রেম করার পর ২০১৭ এর ফ্রেবুয়ারিতে বিয়ে করেছেন এই জুটি।

৫. মানালি দে (Manali De)

অভিনেত্রী মানালি দে কে সকলেই ‘বৌ কথা কও’ সিরিয়াল থেকেই চেনে। ‘বৌ কথা কও’ সিরিয়ালের জেরে বিশাল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রী পরিচালক অভিমন্যু মুখার্জীকে বিয়ে করেছেন।