• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একধাক্কায় বন্ধ হচ্ছে ৬ সিরিয়াল, বদলে আসছে কোন ধারাবাহিক? রইল তালিকা সহ সমস্ত আপডেট

সাম্প্রতিক অতীতে টেলিভিশনের (Television) পর্দায় একাধিক নতুন সিরিয়াল (Bengali Serial) শুরু হয়েছে। চলতি সপ্তাহেই স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে দু’টি নতুন সিরিয়াল। যে কারণে পথচলা শেষ হয়েছে জনপ্রিয় পুরনো ধারাবাহিকগুলির। তবে নতুন সিরিয়াল শুরুর এই পরম্পরা এখনই কিন্তু শেষ হচ্ছে না। আগামী জুলাই মাসে একসঙ্গে শেষ হতে চলেছে ৬টি জনপ্রিয় বাংলা সিরিয়াল।

শোনা যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় প্রথম দশে স্থান ধরে রাখলেও আগামী মাসে পথচলা শেষ হচ্ছে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) এবং জি বাংলার ‘খেলনা বাড়ি’র (Khelna Bari)। শুধু এই দুই সিরিয়ালই নয়, আরও ৪টি জনপ্রিয় ধারাবাহিকের পথচলা শেষ হতে চলেছে শীঘ্রই। সেই নামগুলি দেখলে চমকে উঠবেন আপনিও।

   

Khelna Bari Horogouri Pice Hotel, Bengali Serial, Bengali Serial to end in July

টিআরপির লড়াইয়ে টিকে থাকা একেবারেই সহজ কাজ নয়। যে ধারাবাহিকের টিআরপি থাকে না, সেই সিরিয়াল শেষ করার আগে একবারও ভাবে না নির্মাতা অথবা চ্যানেল কর্তৃপক্ষ। সাম্প্রতিক অতীতে শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে গিয়েচে প্রচুর সিরিয়াল। এবার শোনা যাচ্ছে, সেই তালিকায় ‘মেয়েবেলা’ (Meyebela), ‘মুকুট’ (Mukut), ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) এবং ‘সোহাগ জল’ও (Sohag Jol) নাম তুলতে চলেছে।

Meyebela Mukut, Bengali serial, Bengali serial to end in July

তবে একদিকে যেমন একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়াল শেষ হওয়ার খবর পাওয়া যাচ্ছে, তেমনই আবার একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরুর খবরও সামনে এসেছে। শোনা যাচ্ছে, ‘হরগৌরী পাইস হোটেল’ বন্ধ হলেও যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta) প্রযোজনা সংস্থার আর একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে।

Koushik Roy, Upcoming Bengali serial

যীশুর এই সিরিয়ালের হাত ধরে নাকি শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন ‘বালিঝড়’র মহার্ঘ্য তথা অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। তাঁর সঙ্গে মৌমিতা সরকার, নয়নিকা সরকার, অনন্যা ফাঁস এবং আরও এক অভিনেত্রী থাকবেন বলে খবর। ইতিমধ্যেই তিন নায়িকার লুক টেস্ট হয়ে গিয়েছে, চতুর্থজনের খোঁজ চালাচ্ছেন নির্মাতারা।

অপরদিকে ‘গোধূলি আলাপ’ শেষ হওয়ার পর ফের নতুন সিরিয়াল নিয়ে আসছে রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) প্রযোজনা সংস্থা। এছাড়া সাহানা দত্তের মিসিং ক্রু, সুরিন্দর ফিল্মস এবং ম্যাজিক মোমেন্টসও নতুন সিরিয়াল নিয়ে আসতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকে শ্যুটিং পর্ব শুরু হতে পারে এই নতুন ধারাবাহিকগুলির।

site