চলতি বছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। একের পর এক সিনেমা রিলিজ করেছে আর সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আমির খান, অক্ষয় কুমারের মতো সুপারস্টারদের ছবিও ফ্লপ হয়েছে। যদিও আগামী বছর বলিউডের ভাগ্য ঘুরতে চলেছে! কারণ ২০২৩’এ বক্স অফিস কাঁপাতে আসছে বলিউডের একাধিক বিগ বাজেট সিনেমা। সাউথের রমরমা শেষ করে এই ৫ ছবির হাত ধরে ফের শুরু হবে বলিউডের রাজত্ব।
আদিপুরুষ (Adipurush)- ‘রামায়ণ’ দ্বারা অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার প্রভাস, সইফ আলি খান এবং কৃতি শ্যাননের মতো তারকারা। এই তিন তারকাকে যথাক্রমে শ্রীরাম, লঙ্কেশ রাবণ এবং সীতা মাতার চরিত্রে দেখা যাবে। ‘আদিপুরুষ’এর টিজার রিলিজ করার পর ছবিটি নিয়ে চরম বিতর্ক হয়েছিল। সেই কারণে ফের নতুন করে শুরু হয়েছে ছবির ভিএফএক্সের কাজ। দর্শকদের অনুমান, এবার আর নিরাশ করবেন না বহু প্রতীক্ষিত এই ছবির নির্মাতারা। আর ভিএফএক্স যদি ঠিকঠাক থাকে তাহলে ‘আদিপুরুষ’ বক্স অফিস কাঁপাবে বলেই মত বিশেষজ্ঞদের।
পাঠান (Pathaan)- দীর্ঘ ৪ বছর নায়ক হিসেবে বড়পর্দা থেকে দূরে থাকার পর ফের কামব্যাক করছেন শাহরুখ খান। ‘পাঠান’এর হাত ধরেই ফের দর্শকদের মন জয় করতে আসছেন ‘বাদশা’। এই ছবিতে শাহরুখের সঙ্গেই অভিনয় করেছেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনও। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবি আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে।
রকি অউর রানী কি প্রেম কাহানি (Rocky Aur Rani Ki Prem Kahani)- বহুদিন পর ফের পরিচালকের আসনে করণ জোহর। ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে অভিনয় করেছেন বলিউডের একগুচ্ছ তারকা। মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো তারকাদের। পুরোদস্তুর লাভ স্টোরির ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই মাল্টিস্টারার ফিল্ম বক্স অফিসে ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে। আগামী বছর ২৮ এপ্রিল ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ মুক্তি পাবে।
জওয়ান (Jawan)- শাহরুখ খান অভিনীত এই ছবিটি নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। কয়েকদিন আগে যেমন গল্প চুরির অভিযোগ উঠেছিল পরিচালক অ্যাটলি কুমারের বিরুদ্ধে। তবে বিতর্ক যতই হোক না কেন দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে উন্মাদনা একেবারে তুঙ্গে রয়েছে। ছবিতে ‘কিং খান’এর বিপরীতে দেখা যাবে সাউথের ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। ছবির নাম দেখে আন্দাজ করা হচ্ছে আর্মির সঙ্গে যোগ থাকতে পারে। সব মিলিয়ে ‘জওয়ান’ যে জমজমাট হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী বছর ২ জুন রিলিজ হতে চলা এই ছবি বক্স অফিসে ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে।
ডানকি (Dunki)- আগামী বছর ‘শাহরুখময়’ হতে চলেছে। ৪ বছর নায়ক হিসেবে বড়পর্দা থেকে দূরে থাকার পর ২০২৩’এ একসঙ্গে তিনটি ছবি নিয়ে আসছেন তিনি।
রাজকুমার হিরানি পরিচালিত কমেডি ড্রামা ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গেই অভিনয় করেছেন তাপসী পান্নু। আগামী বছর ক্রিসমাসে মুক্তি পাবে ‘ডানকি’।