দোষ ত্রুটি, ভুল ঠিক নিয়েই মানুষ। কোনো মানুষই কখনোই সম্পূর্ণ নিঁখুত হয়না। সে সাধারণ মানুষই হোক বা বিনোদন জগতের নায়িকারা। সকলের মধ্যেই থাকে কম বেশি খামতি। তবে সাধারণ মানুষের এসব নিয়ে না ভাবলেও চলে, কিন্তু নায়িকা কিংবা নায়কদের প্রতিনিয়তই নিজেদের সুন্দর রাখার দৌঁড়ে ছুটে চলতে হয়। তাই প্লাস্টিক সার্জারির সাহায্যও নিয়েছেন টলিউড থেকে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
কেউ ঠোঁটের আকৃতি ঠিক করেছেন, তো কেউ করেছেন নাক চোখা, কেউবা স্তনের আকৃতি বৃদ্ধি করতেও সার্জারির সাহায্য নিয়েছেন। বলিউডের শ্রীদেবী থেকে অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া থেকে আয়েশা টাকিয়া সকলেই হয়ে উঠেছেন প্লাস্টিক সুন্দরী।
তবে কেবল বলিউড বা হলিউড নয় টলি তারকারাও সাহায্য নিয়ে প্লাস্টিক সার্জারির। তারা যদিও সর্বসমক্ষে কখনোই একথা স্বীকার করেননি, তবুও তাদের আগের ছবির সঙ্গে বর্তমান ছবি মিলিয়ে দেখলেই বোঝা যায় আসল তফাৎটা।
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty):
টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী ঠোঁটের সার্জারি করে ঠোঁট মোটা করেছেন বলে শোনা যায়। যদিও একথা কখনোই মিমি নিজে স্বীকার করেননি, বরং তিনি বলেছেন,” নিজের মুখে ছুরি-কাঁচি চালানোর কথা আমি ভাবতেই পারি না। ত্বকের পরিচর্যা করি।কিন্তু এই বাহ্যিক জিনিসের চেয়ে ভেতর থেকে সুস্থ হওয়াটাই আসল।” যদিও মিমি যতই বলুন না কেন, নেটিজেনদের দাবি ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপেকে আর আগের মতো দেখা যায় না। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আমি যখন ‘গানের ওপারে’ করেছিলাম তখন আমার চিকবোন খুব স্পষ্ট ছিল মাঝের কিছু বছরে আমার মুখে বেশ চর্বি জমেছিল ডায়েট এক্সারসাইজেই সেটা কমিয়ে ফেলেছি। ‘

নুসরত জাহান (Nusrat Jahan) :
মিমির প্রাণের বন্ধু অভিনেত্রী নুসরত জাহানের আগের চেহারা এবং এখনকার ছবি দেখলেই বোঝা যায় তার ঠোঁট অনেক বেশি মোটা হয়েছে। তার পাউটি লিপস দেখে অনেকেরই ধারণা তিনি লিপস ফিল করিয়েছেন, কিন্তু অভিনেত্রী এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।

শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) :
নেটিজেনদের দাবি টলিউডের একদম সামনের সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও মেলানিন থেরাপির মাধ্যমে নিজের গায়ের রঙ পরিস্কার করিয়েছেন। প্রথম দিককার অভিনেত্রীর গায়ের রঙ এবং এখনকার কমপ্লেকশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ।

সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika Banerjee) :
মিমি, নুসরতের পর সায়ন্তিকার ছবিতেও বদল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তার কমেন্ট সেকশনে ভক্তরা লিখেছেন যে তিনি নাকি লিপ সার্জারি করিয়ে মোটা ঠোঁট করেছেন।

রাইমা সেন (Raima Sen):
শোনা যায় নিজের হাসি সুন্দর করতে দাঁতের সেটিং এর কিছু বদল এনেছেন তিনি।

এছাড়াও লেজার থেরাপি, হেয়ার রিমুভালের মাধ্যমে গ্ল্যামারাস স্কিন তো কমবেশি সকলেই করে থাকেন বলেই দাবি রাইমার৷














