বলিউডের তারকাদের মতোই জনপ্রিয় তাদের সন্তানেরাও। গত দশক ধরেই স্টারকিডরা বলিউডে চুটিয়ে অভিনয় করছেন। প্রতি বছরই বলিউডে কোনো না কোনো স্টার কিডদের অভিষেক হয়। বেশির ভাগ জনই তারকা বাবা মায়ের জনপ্রিয়তা ভাঙিয়ে বলিউডের সুপারস্টার হয়ে যায় ,অথবা দুচারটে ছবি করেই হারিয়ে যায়। কিন্তু গিট্ বেশ কিছু বছর ধরে স্টারকিডদের এই সুযোগ পাইয়ে দেওয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দর্শকেরা , কথা উঠেছে নেপোটিজম নিয়েও।
তাদের অভিযোগ প্রতিভা না থাকা সত্ত্বেও তারা সুযোগ পান তারকা সন্তান বলেই। কিন্রু এমন অনেক তারকাসন্তান রয়েছেন যারা বাবা মায়ের জনপ্রিয়তার ধার না ধেড়ে নিজেদের চেষ্টায় অন্যান্য ক্ষেত্রে সফল হয়ে দেখিয়েছেন ,বিনোদন জগৎ থেকে তারা বহু দূরে। তারা মনে করেন তারকা সন্তানদেরও ষ্টার হতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। আজ এমনই কিছু তারকাদের সন্তানদের কথা জনাব যারা অভিনয় বাদে অন্যান্য ক্ষেত্রে নাম করেছেন।
বেদান্ত মাধবন (Vedanta Madhavan) –
এই তালিকায় প্রথম নামটি বলিউড তারকা বেদান্ত মাধবনের। বছর ১৫ এর বেদান্ত একজন আন্তর্জাতিক সাঁতারু। তিনি সম্প্রতি ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত ‘ড্যানিশ ওপেন 2022 সাঁতার চ্যাম্পিয়নশিপে’ স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। ৮০০ মিটার সাঁতার কেটে সোনা জিতেছেন তিনি।
মাসাবা গুপ্তা (Masaba Gupta) _
নীনা গুপ্তা এবং ভিভিয়ান রিচার্ডসের মেয়ে মাসাবা গুপ্তা ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির একটি বড় নাম। বলিউডের অনেক তারকাই তার ডিজাইন করা পোশাক পরে রাম্প মাতিয়েছেন। তিনি একজন নামি ফ্যাশন ডিজাইনার।
ত্রিশলা দত্ত (Trishala Dutt)-
বলিউড তারকা সঞ্জয় দত্ত ১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মাকে বিয়ে করেছিলেন। রিচা ১৯৯৬ সালে ব্রেন টিউমারে মারা যান, রিচা ও সঞ্জয়ের একমাত্র কন্যার নাম ত্রিশলা দত্ত। ছোটবেলা থেকেই দাদু ঠাকুমার সাথে লন্ডনে থাকেন ত্রিশলা। তিনি পড়াশোনাও সেখানেই। আইন নিয়ে পড়াশোনা করে ত্রিশলা ফৌজদারি আইনজীবী হয়েছেন।
জাহ্নবী মেহতা (Janvi Mehta) –
বলিউডের প্রবীণ অভিনেত্রী জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতার ফিল্ম জগতের উপর কোনো বিশেষ আকর্ষণ নেই। সে তার বাবার মতো একজন ব্যবসায়ী হতে চায়। এমনকি আইপিএলের দল KKR এরও সমস্ত দায়িত্ব তিনিই সামলান।
রিয়া কাপুর (Riya Kapoor) –
অনিল কাপুরের মেয়ে এবং সোনম কাপুরের ছোট বোন রিয়া কাপুর অভিনয় থেকে দূরে থাকেন। রিয়া অভিনয় না করলেও সিনেমা প্রযোজনা করেন। তিনি এ পর্যন্ত ‘আয়েশা’, ‘বিউটিফুল’ এবং ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো ছবি নির্মাণ করেছেন।