• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০২২ যেন অভিশাপ! মাত্র ২ মাসে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এই ৫ প্রবাদপ্রতিম শিল্পী

‘দীপ নিভে গেল’। ২০২০ থেকে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছিল গোটা পৃথিবী। করোনার কোপে একের পর এক শিল্পী, স্বজনদের হারিয়েছি আমরা। একটা করে নতুন বছর এলেই সকলে বুক বাঁধত এই বছরটা বুঝি সুখকর হবে। কিন্তু ২০২১ সালেও করোনার শেষ দুটো ঢেউয়ে প্রচুর ক্ষতি হয়েছে। অবশেষে ২০২২ সাল এলো, করোনার দাপট খানিক কমলো। আস্তে ধীরে স্কুল, কলেজ সব খুলল ঠিকই কিন্তু বছর শুরু থেকেই ভেসে এলো একের পর এক দুঃসংবাদ।

একটা ক্ষত সেরে উঠতে না উঠতেই আরও একটা আঘাত এসে লাগতে শুরু করল দেশবাসীর বুকে। আজকের সকাল টাও খানিক সেভাবেই শুরু হয়েছে। আজ Bong Trend – এর পর্দায় রইল সেই সমস্ত শিল্পীদের কথা যারা এই বছরের শুরুতেই প্রয়াত হয়েছেন।

   

নারায়ণ দেবনাথ (Narayan Devnath) :

Narayan Debnath 1

নারায়ণ দেবনাথ মানেই এক ঝলমলে ছেলেবেলা৷ বাঙালি শিশুদের পাঠ্যবইয়ের ফাঁকে লোকানো থাকত হাঁদা ভোদা, নন্টে ফন্টে, থেকে বাঁটুল দি গ্রেট। কিংবা রবিবার সকালে পড়াশোনা লাটে তুলে বাচ্চারা বসে যেত টেলিভিশনে তাঁর সৃষ্ট কার্টুন চরিত্র গুলিকে চলতে ফিরতে দেখবে বলে। কিন্তু সেই রঙিন ছেলেবেলার সব স্মৃতি আবছা করে দিয়ে গত ১৮ ই জানুয়ারি না ফেরার দেশে চলে গিয়েছেন নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর৷

বিরজু মহারাজ (Birju Maharaj) :

বাপ্পী লাহিড়ী,Bappi Lahiri,Sandhya Mukhopaddhay,Lata Mangeshkar,Birju Maharaj,Narayan Devnath,সন্ধ্যা মুখোপাধ্যায়,লতা মঙ্গেশকর,নারায়ণ দেবনাথ

গত ১৬ ই জানুয়ারি গভীর রাতে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুনিয়ায় তৈরি হয়েছে এক বিরাট শূন্যস্থান! চিরতরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ‘কত্থক সম্রাট’ বিরজু মহারাজ (Birju Maharaj)। উল্লেখ্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) :

cropped-Lata-Mangeshkar-died-at-the-age-of-92.jpg

গত ৬ ই ফেব্রুয়ারী প্রয়াত হয়েছেন ভারতের নাইটেঙ্গেল। তবে সারা পৃথিবীর জন্য তিনি রেখে গিয়েছেন তাঁর অপার গানের ভান্ডার, যা একজীবনে শুনে শেষ করা যায়না। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গত ৭ ই ফেব্রুয়ারী শিবাজী পার্কে উপস্থিত ছিলেন তাবড় তাবড় সব বলিউডের ব্যক্তিত্বরা।

সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) :

বাপ্পী লাহিড়ী,Bappi Lahiri,Sandhya Mukhopaddhay,Lata Mangeshkar,Birju Maharaj,Narayan Devnath,সন্ধ্যা মুখোপাধ্যায়,লতা মঙ্গেশকর,নারায়ণ দেবনাথ

গতকাল অর্থাৎ ১৫ ই ফেব্রুয়ারী প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে সুরের রাণীর বয়স হয়েছিল ৯০ বছর। বিগত বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেছেন, তবু শেষ রক্ষা হল না৷

বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri) :

বাপ্পী লাহিড়ী,Bappi Lahiri,Sandhya Mukhopaddhay,Lata Mangeshkar,Birju Maharaj,Narayan Devnath,সন্ধ্যা মুখোপাধ্যায়,লতা মঙ্গেশকর,নারায়ণ দেবনাথ

সেই ক্ষত সারতে না সারতেই আজ সকালেও বাঙালির ঘুম ভেঙেছে দুঃসংবাদ শুনেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে আচমকা প্রয়াত হয়েছেন গোল্ডেন ম্যান বাপ্পী লাহিড়ী। এত জনকে হারিয়ে কার্যতই শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশ জুড়ে৷