• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা দিলেই সব করতে রাজি! সিনেমা ছেড়ে কোটি টাকার লোভে বিয়েবাড়িতে নাচতে যান এই ৫ বলি তারকা

Published on:

These 5 Bollywood star charge the most for performing a show

দেশে সবচেয়ে জনপ্রিয় দুই বিষয়ের মধ্যে একটি ক্রিকেট হলে অপরটি অবশ্যই বলিউড (Bollywood)। হিন্দি সিনে দুনিয়ার মানুষদের জনপ্রিয়তাও এই কারণে প্রবল। পাপারাৎজি থেকে শুরু করে অনুরাগী- প্রত্যেকের তীক্ষ্ণ নজর থাকে বলি তারকাদের দিকে। প্রিয় তারকার এক ঝলক পেতে মুখিয়ে থাকেন তাঁদের কোটি কোটি ভক্ত। তবে সাধারণ মানুষ হয়ে বলি তারকাদের হাতের নাগালে পাওয়া খুব একটা সম্ভব নয়। কিন্তু সমাজের ধনী মানুষরা কিন্তু সহজেই তাঁদের কোনও অনুষ্ঠানে প্রচুর টাকা খরচ করে বলিউডের নামী তারকাদের পারফর্ম করতে নিয়ে আসেন। আজ বিয়ে বা অনুষ্ঠানে পারফর্ম করতে সবচেয়ে বেশি পারিশ্রমিক ধার্য করা ৫ বলি তারকার বিষয়ে একটু জেনে নেব।

Shahrukh Khan to Sunny Leone bollywood stars dancing in wedding for whooping amounts

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- ‘দেশি গার্ল’ এখন হলিউড স্টার নিক জোনাসকে বিয়ে করে প্রবাসী হয়ে গিয়েছেন। কিন্তু প্রিয়াঙ্কা যখন ভারতে থাকতেন তখন তিনি চুটিয়ে বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানে পারফর্ম করতেন। আর সেই পারফরম্যান্সের জন্য ধার্য করতেন কয়েক কোটি টাকা। জানা যায়, প্রিয়াঙ্কা প্রত্যেক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ২  থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিতেন।

Priyanka Chopra dancing

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)- বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নামও এই তালিকায় রয়েছে। অত্যন্ত পারদর্শী ডান্সার ক্যাটও বিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার জন্য কয়েক কোটি  টাকা নেন। বিভিন্ন সূত্র মারফৎ জানা যায়, ভিকি কৌশলের ঘরণীর পারিশ্রমিক প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

Katrina Kaif dancing

সানি লিওন (Sunny Leone)- যেমন সুন্দরী, তেমনই ভালো নাচেন ‘ল্যায়লা’ সানি। বলিউডে বহু জনপ্রিয় আইটেম নাম্বারে তাঁকে পারফর্ম করতে দেখা গিয়েছে। সেই সানিকেই যদি কেউ কোনও অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ডাকেন, তাহলে কয়েক লাখ টাকা খরচ করতে হয়।

sunny Leone dancing

সলমন খান (Salman Khan)- বলিপাড়ার ভাইজান তিনি। সলমন কোনও অনুষ্ঠানে আছেন মানে সেখানে মনোরঞ্জন গ্যারান্টেড। তবে ভাইজানের পারিশ্রমিক কিন্তু একেবারেই কম নয়। কোনও অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সলমন ১.৫ থেকে ২ কোটি টাকার মোটা অঙ্ক চার্জ করেন বলে জানা গিয়েছে।

Salman Khan dancing

শাহরুখ খান (Shah Rukh Khan)- তিনি বলিউডের ‘বাদশা’। তাই স্বাভাবিকভাবেই তাঁর পারিশ্রমিকও সবচেয়ে বেশি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ‘কিং খান’ ৩ থেকে ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন।

Shah Rukh Khan dancing

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥