• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখলে হবে খরচা আছে ! এই ৫ বলি তারকার শুধু গাড়ি নয় রয়েছে ব্যক্তিগত বিমানও

Published on:

ajoy devgan,amitabh bachchan,Bollywood,kajol,luxury,Priyanka chopra,Shah Rukh khan,zet plane,অক্ষয় কুমার,অজয় দেবগন,অমতাভ বচ্চন,কাজল,জেট প্লেইন,জেট বিমান,প্রিয়াঙ্কা চোপড়া,শাহরুখ খান

বলিতারকারা মূলত নিজেদের বিলাসবহুল জীবনের কারণেই তাঁদের ফ্যানেদের কাছে চর্চায় থাকেন। প্রাসাদসম বাংলো হোক বা স্পোর্টসকার, ভিন্ন ভিন্ন কারণে সর্বদাই সোশ্যাল সাইটে উঠে আসেন বলিপাড়ার স্টাররা। আজ জেনে নেব এমনই কিছু তারকার কথা, যাঁরা রীতিমত প্রাইভেট জেট ব্যবহার করেন আন্তর্জাতিক যাতায়াতের উদ্দেশ্যে!

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড হোক বা হলিউড, বর্তমানে সর্বত্রই সমানভাবে বিচরণ করেন পরিণীতি চোপড়ার দিদি প্রিয়াঙ্কা। হালে নিক জোনাসের সঙ্গে সংসারবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। আন্তর্জাতিক ভ্রমণ হোক বা হলিউড শ্যুটিং, প্রিয়াঙ্কা যে নিজের বিলাসবহুল প্রাইভেট জেট ব্যবহার করেন, সে কথা ভালো করেই জানেন নেটিজেনরা।

ajoy devgan,amitabh bachchan,Bollywood,kajol,luxury,Priyanka chopra,Shah Rukh khan,zet plane,অক্ষয় কুমার,অজয় দেবগন,অমতাভ বচ্চন,কাজল,জেট প্লেইন,জেট বিমান,প্রিয়াঙ্কা চোপড়া,শাহরুখ খান

অক্ষয় কুমার

ajoy devgan,amitabh bachchan,Bollywood,kajol,luxury,Priyanka chopra,Shah Rukh khan,zet plane,অক্ষয় কুমার,অজয় দেবগন,অমতাভ বচ্চন,কাজল,জেট প্লেইন,জেট বিমান,প্রিয়াঙ্কা চোপড়া,শাহরুখ খান

বলিউডের ‘স্টান্টম্যান’ বলে পরিচিত অক্ষয় কুমার বছরে মাত্র ৪-৫ টা সিনেমা করলেও খবরের কেন্দ্রে থাকেন প্রায় সারাবছরই। সময়ের কাজ সময়ে করতেই ভালোবাসেন অক্ষয়। আর এ কাজে তাঁকে সহায়তা করে তাঁর প্রাইভেট জেট। পরিবারের সঙ্গে বিদেশে ছুটি কাটানো হোক বা আন্তর্জাতিক সফর, প্রত্যেক কাজেই নিজস্ব উড়ান ব্যবহার করেন অক্ষয়।

অজয় দেবগন

ajoy devgan,amitabh bachchan,Bollywood,kajol,luxury,Priyanka chopra,Shah Rukh khan,zet plane,অক্ষয় কুমার,অজয় দেবগন,অমতাভ বচ্চন,কাজল,জেট প্লেইন,জেট বিমান,প্রিয়াঙ্কা চোপড়া,শাহরুখ খান

বলিউডের অ্যাকশন-জ্যাকশন অজয় দেবগণের স্পোর্টস কারের সংগ্রহ সত্যিই দেখার মত। মাসেরাত্তি কোয়াটারোপোর্ট, বিএমডাব্লিউ জেড৪, অডি এ৫ স্পোর্টব্যাক-এর মত গাড়ির পাশাপাশি নিজস্ব বিলাসবহুল ৬সিটের জেট হকার ৮০০-ও ফ্যানদের কাছে বহুল চর্চিত।

অমিতাভ বচ্চন

ajoy devgan,amitabh bachchan,Bollywood,kajol,luxury,Priyanka chopra,Shah Rukh khan,zet plane,অক্ষয় কুমার,অজয় দেবগন,অমতাভ বচ্চন,কাজল,জেট প্লেইন,জেট বিমান,প্রিয়াঙ্কা চোপড়া,শাহরুখ খান

বিগ বি হোক বা ছোট্ট আরাধ্যা, বচ্চন পরিবারের প্রায় সকলেই আন্তর্জাতিক সফর সারেন নিজস্ব প্রাইভেট জেটে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজস্ব বিমানের ছবি ছাড়েন অমিতাভ। বর্তমানে পরিস্থিতি এমনই যে, ভক্তরা একঝলক দেখলেই চিনতে পারেন বচ্চন পরিবারের প্রাইভেট জেটটিকে।

শাহরুখ খান

ajoy devgan,amitabh bachchan,Bollywood,kajol,luxury,Priyanka chopra,Shah Rukh khan,zet plane,অক্ষয় কুমার,অজয় দেবগন,অমতাভ বচ্চন,কাজল,জেট প্লেইন,জেট বিমান,প্রিয়াঙ্কা চোপড়া,শাহরুখ খান

২০১৬ সালে বলিউড বাদশা জানিয়েছিলেন যে তাঁর প্রাইভেট জেট কেনার মত ‘টাকা’ নেই। যদিও কিং খান যে রাজার মতোই বিদেশ সফর করেন তাঁর প্রাইভেট জেটে, তার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল সাইট থেকেই!

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥