• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে ভেঙেছে বলিউডের এই ৫ সুন্দরীর, তবুও একাই তারা চুটিয়ে মজা নিচ্ছেন লাইফের

Published on:

কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে।তাই বিয়ে হলেও যে মনের মিল হবেই একথা হলফ করে বলা যায় না। বলিউডেও এমন এক ঝাঁক অভিনেত্রী রয়েছন যারা বিয়ে করলেও সেই বিয়ে শেষমেশ সুখের হয়নি।কিছুদিন যেতে না যেতেই বৈবাহিক সম্পর্কের সমস্ত বাঁধন ছিন্ন করে বেড়িয়ে আসেন তারা। এবং তার পর থেকে দ্বিতীয়বার বিয়ের কথা আর ভুলেও ভাবেননি এই অভিনেত্রীরা। এখন তারা এক্কেবেরে ‘হ্যাপিলি সিঙ্গেল’।

করিশ্মা কাপুর-

বলিউডের ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন করিশ্মা কাপুর। নিজের কেরিয়ারের চূড়ান্ত পর্যায়ে এসে ২০০৩ সালের ২৭ শে সেপ্টেম্বর তিনি দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন৷ কিন্তু তাদের বিয়ের মেয়াদ ছিল মাত্র ১১ বছর। ২০১৪ সালে করিশ্মা ডিভোর্সের মামলা দায়ের করেন, ২০১৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। নিজের সন্তানদের নিয়ে এখন মুম্বইয়ের একটি ফ্ল্যাটে থাকেন অভিনেত্রী। সম্প্রতি তাকে অল্ট বালাজির ওয়েব সিরিজ মেন্টালহুড-এ দেখা যায়।

মনীষা কৈরালা-

নেপালী সুন্দরী মনীষা কৈরালা ২০১০ সালে ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন।
বিয়ের তিনবছরের মধ্যেই তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর ক্যানসারের মতো কঠিন অসুখের সাথে লড়াই করে এখন অভিনেত্রী একাই কাটাচ্ছেন জীবন। ২০১৮ সালে ‘সঞ্জু’ ছবিতে দেখা যায় তাকে, এছাড়া নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’এও অভিনয় করেছিলেন তিনি।

কঙ্কনা সেন শর্মা-

অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা রনবীর শৌরির সঙ্গে বিয়ে করেন ২০১০ সালে। বিয়ের আগেই কঙ্কনা অন্তসঃত্ত্বা হয়েছিলেন। ২০১৩ সালে নিজেকে ‘সিঙ্গল মাদার’ হিসেবে পরিচয় দেন এই অভিনেত্রী। অবশেষে ২০১৫ সালে রণবীরের সাথে কঙ্কনার ডিভোর্স হয়।

চিত্রাঙ্গদা সিং-

বলউডের লাস্যময়ী অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং জ্যোতি রণধাওয়া নামক একজন গলফ খেলোয়াড়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চিত্রাঙ্গদা এবং তাঁর স্বামী ২০১৩ সালে পৃথক হয়ে গিয়েছিলেন এবং ২০১৪ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

মহিমা চৌধুরী –

মাহিমা একটি গ্রাম্য মেয়ে হিসেবে ১৯৯৭ সালের চলচ্চিত্র “পারদেশ” অভিনয়ের মাধ্যমে তার অভিনয় শুরু করেন। তার অন্যান্য চরিত্রে মধ্যে “দাগ: দ্যা ফায়ার” চলচ্চিত্রটিতে একজন পতিতার চরিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে, মহিমা স্থপতি ব্যবসায়ী ববি মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন,২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥