• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিছানায় গেলে তবেই মিলবে কাজ! পরিস্থিতির শিকার হয়েছিলেন বলিউডের এই ৫ অভিনেত্রী

নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে হাজারো চোখ প্রতিনিয়তই পারি দেয় মুম্বইয়ে। অভিনয়কে ভালোবেসে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন তারা। কিন্তু সকলের সেই স্বপ্ন অধরাই থেকে যায় বলিউডের (Bollywood) নোংরা কিছু দিকের জন্য। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইটা বড় কঠিন, বিশেষ করে মেয়েদের পক্ষে। বেশির ভাগ অভিনেত্রীদেরই বলিপাড়ায় পা রাখার পর পরই শিকার হতে হয় ‘কাস্টিং কাউচের’ (casting couch)।বলিউডে এমন অসংখ্য অভিনেত্রী আছেন যারা আজ খুবই প্রতিষ্ঠিত কিন্তু একসময় তাদের শিকার হতে হয়েছিল কাস্টিং কাউচের। রইল বলিউডের এমনই ৫ অভিনেত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

১. রাধিকা আপ্তে (Radhika apte)

   

বলিউডের খুবই প্রতিভাবান অভিনেত্রী রাধিকা আপ্তে। বলিউডের পাশাপাশি অসংখ্য তামিল, বাংলা, তেলেগু ও মালায়ালাম ছবিতেও কাজ করেছেন তিনি। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতেও তার বেশ নাম ডাক আছে। নিজের সৌন্দর্য আর অভিনয়ের দক্ষতার কারণে তিনি বেশ জনপ্রিয়। তবে অভিনেত্রী জানান, কেরিয়ারের শুরুর দিকে অসংখ্য জটিলতার মধ্যে পড়তে হয়েছে তাকে। তিনি জানান, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি৷ একজন জনপ্রিয় অভিনেতা রাধিকাকে বলিউড ছবির প্রস্তাব দিয়ে তার সঙ্গে একরাত কাটাতে বলেছিল।

রাধিকা আপ্তে Radhika apte

২. কাল্কি কোচলিন (kalki koechlin)

কাল্কি কোচলিন বলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী৷ পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) এর প্রাক্তন স্ত্রী কাল্কিও বলিউডের এই জঘন্য কাস্টিং কাউচের হাত থেকে রেহাই পাননি। কাল্কি একবার জানিয়েছিলেন, প্রতিভা দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। ভারতের বাইরে গিয়েছিলেন বলে অনেকেই ভেবেছিল তার সুযোগ নিয়ে তাকে ভোগ করবে, কিন্তু কাল্কি তা হতে দেননি।

কাল্কি কোচলিন kalki koechlin

৩. টিস্কা চোপড়া (Tisca Chopra)

টিস্কা চোপড়া হলেন একজন ভারতীয় অভিনেত্রী, লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি আমির খান, প্রকাশ ঝা, মধুর ভান্ডারকর, অভিনব দেব, নাগেশ কুকুনুর এবং অনুপ সিংয়ের মতো অনেক নামকরা পরিচালকের সাথে বিভিন্ন ভাষায় প্রায় ৪৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বহু ধারাবাহিক, ওয়েবসিরিজেও কাজ করেছেন তিনি। অভিনেত্রী একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন কেরিয়েরারের প্রথম দিকে তাকেও কাস্টিং কাউচের জন্য ভুগতে হয়েছিল।

টিস্কা চোপড়া Tisca Chopra

৪. সুরভিন চাওলা (Surveen Chawla)

সুরভিন চাওলা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি টেলিভিশন সোপ অপেরা দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি হেট স্টোরি 2, আগলি , পার্চড ইত্যাদির মতো চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে তাকে ওয়েব সিরিজ হক সে-তে দেখা গেছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে তাকেও কাস্টিং কাউচ মুখোমুখি হিতে হয়েছে, কিন্তু তাঁর মতে তিনি আপস করতে অস্বীকার করেছিলেন।তবে সুরভিনও স্বীকার করেছেন যে তিনি বলিউডে কখনও এ জাতীয় সমস্যার মুখোমুখি হননি।

সুরভিন চাওলা Surveen Chawla

৫. এলি আব্রাম (Elli AvrRam)

এলিজাবেত আব্রাম বা এলিসাবেত আভরামিদ গ্রানলুন্ড যিনি এলি আব্রাম নামেই সুপরিচিত। বর্তমানে মুম্বইতেই বাস করেন তিনি। অভিনেত্রী জানান, এক পরিচালক এক রাত কাটাতে বলেছিল তাকে, বলেছিল ওজন কমাতেও।

নোংরা প্রস্তাব, অশ্লীল কথা, কটুক্তি এই সবই সইতে হয় তাদের, লড়তে হয় কাউচের বিরুদ্ধে।

site