উকুন (Lice) এমন একটি জিনিস যা কমবেশি আমরা প্রত্যেকেই ভয় পায়। আর ভয় পাওয়ার যথেষ্ট কারণও রয়েছে। ঘন, কালো, সুন্দর চুল (Hair) নষ্ট করতে উকুন এক্সপার্ট। এছাড়া দীর্ঘদিন যদি মাথায় উকুন থাকে তাহলে স্ক্যাল্পে ইনফেকশন পর্যন্ত হতে পারে। এছার কোনও ভাবে যদি উকুন মানুষের শরীরে প্রবেশ করে যায় তাহলে উদরী রোগ হয় বলেও জানা গিয়েছে।
উকুন সাধারণত হেড টু হেড কন্ট্যাক্টের ফলে হয়ে থাকে। যেমন স্কুল, কলেজে কোনও সহপাঠীর মাথায় উকুন থাকলে আপনার মাথাতেও চলে আসতে পারে। আর একবার যদি চলে আসে তাহলে মাথা থেকে বিদায় নেওয়ার নাম করে না। আজকের প্রতিবেদনে তাই উকুন দূর করায় এক্সপার্ট তিন ঘরোয়া তেলের (Home Made Oil) নাম এবং বানানোর পদ্ধতি তুলে ধরা হল। যা এক সপ্তাহ মাখলেই হাতেনাতে ফল পাবেন।
নিম তেল (Neem Oil)- উকুন দূর করতে নিম তেল প্রচণ্ড কাজে আসে। এই তেল তৈরি করার জন্য বেশ কিছু নিম এবং তুলসী পাতা লাগবে। এছাড়াও দরকার হবে ২০০ গ্রাম মতো নারকেল তেল। প্রথমে নিম এবং তুলসী পাতা ভালো করে ধুয়ে বেটে নিন। খেয়াল রাখবেন এই মিশ্রণ যেন একটু পাতলা হয়। এরপর একটি পাত্রে নারকেল তেল গরম করুন। তাতে নিম এবং তুলসীর মিশ্রণ মিশিয়ে দিন।
আঁচ কম করে নাড়তে থাকুন। কিছুক্ষণ পরেই খেয়াল করবেন তেলের রঙ বদলাচ্ছে। তবে তেল যাতে পুড়ে না যায় সেদিকেও নজর রাখতে হবে। ১৫ মিনিট এভাবে নাড়াচাড়া করার পর গ্যাস বন্ধ করে দিন। এরপর তেল ঠাণ্ডা করে সেটি একটি পাত্রে ভরে রাখুন। সপ্তাহে দু’দিন রাতে শোবার আগে এই তেল মাথায় মাখুন। পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন। কয়েকদিন ব্যবহার করলেই হাতেনাতে রেজাল্ট পাবেন।
রসুন তেল (Garlic Oil)- উকুন দূর করতে এই তেলটিও ভীষণ কার্যকরী। রসুন তেল বানাতে ২-৩টি রসুন এবং ২০০ গ্রাম মতো নারকেল তেল লাগবে। প্রথমে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিন। এরপর নারকেল তেল একটি পাত্রে নিয়ে গরম করুন। এরপর তাতে রসুনগুলো দিয়ে দিন। এরপর আঁচ কম করে তা নাড়তে থাকুন। রসুনের নির্যাস যাতে তেলের সঙ্গে মিশে যায় তা খেয়াল রাখতে হবে। পাশাপাশি রসুন যেন না পোড়ে সেদিকেও নজর রাখতে হবে। ১৫ মিনিট এভাবে নাড়াচাড়া করার পর রসুনগুলো নরম হয়ে যাবে। এরপর তা চামচ দিয়ে থেঁতলে নিন। ঠাণ্ডা হয়ে গেলে একটি পাত্রে তেল ঢেলে রাখুন। সপ্তাহে ৩ দিন রাতের শোবার আগে মাথায় ভালো করে লাগিয়ে নিন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। কয়েকদিন ব্যবহার করলেই রেজাল্ট বুঝতে পারবেন।
পেঁয়াজ তেল (Onion Oil)- উকুন দূর করতে এটিও ভীষণ কাজে আসে। পেঁয়াজ তেল বানাতে একটি বড় মাপের পেঁয়াজ, ১ বাটি কারি পাতা এবং ৫০০ গ্রাম নারকেল তেল লাগবে। প্রথমে পেঁয়াজটিকে স্লাইস করে কাটুন এবং কারি পাতাগুলো ধুয়ে নিন। এরপর একটি পাত্রে নারকেল তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে তাতে কারি পাতা এবং পেঁয়াজ দিয়ে দিন।
কম আঁচে ৩০ মিনিট নাড়াচাড়া করুন। পেঁয়াজ এবং কারি পাতার নির্যাস তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন। এরপর তেল ঠাণ্ডা করে একটি পাত্রে ভরে রাখুন। সপ্তাহে ৩ দিন রাতের শোবার আগে মাথায় লাগান এই তেল। পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন। উকুন দূর করতে প্রচণ্ড কার্যকরী এই পেঁয়াজের তেল।