• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার থিয়েটার আসছে প্রত্যেকের ঘরে ঘরে, প্রসেনজিৎ চ্যাটার্জির হাত ধরে

Published on:

সিনেমা (Cinema) আর থিয়েটার (Theater) দুটো বেশ আলাদা। মন চাইলে সিনেমা বাড়িতে বসে ড্রইং রুমেও দেখা যায়। কিন্তু থিয়েটার? সেটা দেখতে হলে যেতে হয় মঞ্চে, সামনে সামনি দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের। তবে আর নয়, এবার ড্রইং রুমে বসেই নিতে পারবেন থিয়েটারের স্বাদ। নেপথ্যে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  আগামী ১৫ই নভেম্বর থেকে রাট ৮ টায় ষ্টার জলসায় দেখতে পাবেন থিয়েটার বা যাকে বলে থিয়েট্রিক্যাল সিনেমা।

এখন অনেকেই চিন্তায় পরে গেলেন এই থিয়েট্রিক্যাল সিনেমা কি জিনিস! আসলে সিনেমা আর থিয়েটার মঞ্চের যুগলবন্দী হলে ঠিক যেমন তা হবে তেমন তাই হল থিয়েট্রিক্যাল সিনেমা জানালেন প্রসেনজিৎ (Prasenjit)। মোট ৪ টি সম্বল মঞ্চ নাট্য দেখানো হবে চার দিনে। যেগুলি হল ‘অ্যান্টনি কবিয়াল’, ‘ব্যাপিকা বিদায়’, ‘জয় মা কালী বোর্ডিং’ এবং ‘শ্রীমতী ভয়ঙ্করী’। কেন এই চারটি নাটক? আর তাছাড়া প্রসেনজিৎ নিজে কেন অভিনয় করেননি একটি থিয়েট্রিক্যাল সিনেমাতেও !

এই সমস্ত প্রশ্নের উত্তরে বুম্বা দা জানান, নাটকগুলি নাট্য মঞ্চে ইতিমধ্যেই বেশ সফল। আর অভিনয়ের কথা বলতে তিনি বলেন দর্শকেরা নতুনত্ব পছন্দ করে তাই একটু অন্য ভাবনা। তাছাড়া মঞ্চের আসল মজা আসে কথা  ও গানের মধ্যে দিয়ে। প্রসেনজিৎ আবার মোটে ভালো গান গাইতে পারেননা। যার ফলে খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukhopadhyay) ও সাহেব চ্যাটার্জীকেই (Shaheb Chatterjee) বেছে নেওয়া হয়েছে অভিনয়ের জন্য।

সাথে প্রসেনজিৎ আরো বলেন, পরিচালনার দায়িত্বে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। কমলেশ্বরকে এই দায়িত্তদেবার মূল কারণ হল তিনি যেমন নাট্যকার, মঞ্চ ও পর্দার পরিচালক তেমনি একজন ভালো অভিনেতাও বটে। নতুন এই থিয়েট্রিক্যাল সিনেমা সম্পর্কে ষ্টার জলসা (Star Jalsha) জানিয়েছে, আমরা সর্বদাই চলো পাল্টাই এর পক্ষে।তাই থিয়েটারকে ঘরে ঘরে পৌঁছে দেবার এমন প্রয়াসের সাদর আমন্ত্রণ জানিয়েছেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥