• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বের সবচেয়ে খুদে ধনকুবের! মাত্র ৯ বছর বয়সে তার রয়েছে কোটি টাকার সম্পত্তি থেকে প্রাইভেট জেট

Published on:

The World’s Youngest Billionaires 2021,9 years old billionaires,md awal mustapha,richest children in the world,guuci boy

আমাদের দেশে ৯ বছরের বাচ্চারা সাধারণত বায়না করে খেলনার জন্য। লেখাপড়া, কার্টুন দেখা আর খেলা ছাড়া তাদের বিশেষ কাজও থাকেনা। তাদের পছন্দের জিনিস পুতুল, ব্যাট বল, ভিডিও গেম, বা রকমারি খাবার। কিন্তু আজ ৯ বছর বয়সেরই এমন এক শিশুর কথা বলব যে এসবের উর্ধ্বে। আজ্ঞে হ্যাঁ, কারণ সে বিশ্বের সবচেয়ে খুদে ধনকুবের। অর্থাৎ তার সম্পত্তির পরিমাণ শুনলে আঁতকে উঠবেন আচ্ছা আচ্ছা বড়লোক।

বিশ্বের সর্ব কনিষ্ঠ ধনকুবের এই খুদের রয়েছে নিজস্ব বিলাসবহুল ঝাঁচকচকে বাংলো থেকে প্রাইভেট জেট প্লেন৷ নাইজেরিয়ার বাসীন্দা এই খুদের নাম হল মোহাম্মদ আউয়াল মুস্তাফা। বিশ্বের সবচেয়ে ছোট বিলিনিয়র হিসেবে সে পরিচিত। আর তার জনপ্রিয়তারও অভাব নেই।

The World’s Youngest Billionaires 2021,9 years old billionaires,md awal mustapha,richest children in the world,guuci boy

নিজস্ব ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তার ৩০ হাজার ফলোয়ার্স। নিজের বিলাসবহুল জীবন যাপনের নিত্যনতুন আপডেট সে শেয়ার করে থাকে সেখানে। কখনও নতুন গাড়ির সাথে, কখনো জেটপ্লেনে বসে ব্রেকফাস্ট করার ছবি, ব্র‍্যান্ডেড ঘড়ি, জুতো দামী পোশাক ছাড়া গায়ে তোলেনা সে। যাকে বলে তার সোয়্যাগই আলাদা।

The World’s Youngest Billionaires 2021,9 years old billionaires,md awal mustapha,richest children in the world,guuci boy

নিজস্ব বিলাসবহুল বাংলো, একাধিক দামী দামী গাড়ি যেমন ফেরারি,রোলস্ রয়েজ, বেন্টলি ফ্লায়িং, স্পার রয়েছে তার জিম্মায়৷ এছাড়াও, গুচি, ভার্সেসের মতো দামি দামি ব্র‍্যান্ডের পোশাক, সানগ্লাস, জুতো, ঘড়ি পরে ক্যামেরায় পোজ দেয় সে। এখন প্রশ্ন হল এত পয়সা সে পায় কোত্থেকে তাইতো?

The World’s Youngest Billionaires 2021,9 years old billionaires,md awal mustapha,richest children in the world,guuci boy

তবে জানিয়ে রাখি ওই যে কথায় বলেনা “বাবার হোটেলের মালিক”, এই খুদেও আসলে তাই। খুদেটি হলো নাইজেরিয়ার ধনী সেলিব্রেটি ইসমাইলিয়া মুস্তাফার ছেলে। এই কোটিপতি তারকা নিজের ছেলের ৬ বছরের জন্মদিনেই তাকে উপহার দিয়েছিলেন রাজপ্রাসাদ সম ম্যানশন । ছেলে অন্তঃ প্রাণ তিনি তাই বিশ্বের এমন কোনোও দামী জিনিস নেই যা তার ছেলে চেয়ে পায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥