সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে পাই। আর বিগত কিছুদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছিল। যেখানে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। মানুষের মধ্যে হাহাকার পরে গিয়েছে হাসপাতালের বেড আর অক্সিজেন পাবার জন্য। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতেও একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল যেটা আমাদের মনে লড়াই করার সাহস জাগিয়েছিল।
৮ই মে টুইটারে ডঃ মোনিকা লাঙ্ঘে এই ভিডিওটি শেয়ার করেছিলেন। যেখানে এক যুবতীকে দেখা যাচ্ছিলো। তার নাকে অক্সিজেনের মাস্ক লাগানো ছিল। আর হাসপাতালের বেড়ে বসেই সে দিব্যি ‘লাভ ইউ জিন্দেগী’ গানে শরীর দুলিয়ে যাচ্ছিলো। করোনা আক্রান্ত হয়ে ICUতে ভর্তি ছিল ওই যুবতী, NIV সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু এমন কঠিন সময়েও সে হার মানেনি। বেঁচে থাকার লড়াই হাসি মুখে লড়ে যাচ্ছিলো সে।
She is just 30yrs old & She didn't get icu bed we managing her in the Covid emergency since last 10days.She is on NIVsupport,received remedesvir,plasmatherapy etc.She is a strong girl with strong will power asked me to play some music & I allowed her.
Lesson:"Never lose the Hope" pic.twitter.com/A3rMU7BjnG— Dr.Monika Langeh (@drmonika_langeh) May 8, 2021
এমন কঠিন পরিস্থিতিতে মানুষের প্রয়োজন লড়াই করার মত সাহস বেঁচে থাকার অনুপ্রেরণা। যেটা ভাইরাল ভিডিওটির এই যুবতীকে দেখা পেয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। ভিডিওটি শেয়ার করে ডাক্তার লিখেছিলেন, মাত্র ৩০ বছরের এই যুবতী যে প্রথমে ICU বেড পাচ্ছিলো না। তাকে আমরা NIV সাপোর্টে রাখি। এরপর তাকে রেমেডিসিভির আর প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। খুবই ষ্ট্রং এই যুবতী সে খুব দ্রুত সেরে উঠছে। সে চেয়েছিল একটু গান শুনতে যেটা আমরা অ্যালাও করেছি তাকে।
কিন্তু সম্প্রতি দুঃখের খবর মিলেছে। যে যুবতী এতটা শক্তি নিয়ে নিজের জীবনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলো। যাকে দেখে হাজারো লোকের মনে বেঁচে থাকার নতুন আশা জেগে উঠছিলো সেই যুবতী আর নেই। শারীরিক অবস্থার উন্নতি হলেও হটাৎই ফের অবনতি হয়। ডাক্তারের অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হন। আর ‘লাভ ইউ জিন্দেগী’ এর সেই ভাইরাল মেয়েটি শেষমেশ হেরে গেল জীবন যুদ্ধে।