• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নারী শক্তির জয়! নিজের মেয়ের পা ধোয়া জল খেল বাবা-মা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

viral video : আমাদের পুরুষতান্ত্রিক সমাজে চিরকালই পুত্রসন্তানের কদর বেশি। তাই-ই এই একুশ শতকের গোড়াতে দাঁড়িয়েও কন্যা সন্তান হলে অনেক পরিবারেরই হয় মুখ ভার। ‘ছেলে হয়েছে’ বলা আজও যতটা গর্বের, ‘মেয়ে হয়েছে’ বলা ঠিক ততটাই কুন্ঠার। কন্যা ভ্রুণহত্যাও যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা আজও সমাজে বাঁচে স্বামী অথবা বাবার পরিচয়ে।

কিন্তু এবার সম্পূর্ণ অন্য চিত্র ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে যত্নে নিজের মেয়ের পা ধুইয়ে সেই জল খেলেন বাবা মা। মেয়ে মানে সে ফেলনা নয় বরং সে লক্ষ্মী বা মা দূর্গারই আর এক রূপ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এক ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। মেয়ের বিয়ে হয়ে যাবে। বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে মেয়ে। আর তার আগেই মা বাবা তাকে বুঝিয়ে দিল তাদের জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ।

ভিডিওতে দেখা গেল, মেয়েকে চেয়ারে বসিয়ে প্রথমে জল দিয়ে তারপর দুধ দিয়ে অতি যত্নে পা ধুইয়ে দিলেন বাবা। আর তারপর সেই পা ধোয়া জল খেলেন মা বাবা দুজনেই। এরপর মেয়ের পা আলতায় রাঙিয়ে তার ছাপ ও সাদা কাপড়ে ধরে রাখলেন তারা। মেয়ে কেঁদে ভাসাচ্ছে সাথে সাথে বাবা মা-ও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখে প্রত্যেকের একটাই কথা এরকম মা-বাবা যেন প্রতিটা মেয়ে পায়। তবে আর নারীজন্ম অভিশাপ হয়ে উঠবেনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥