• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতীয় সিনেমার জয়জয়াকার! মালায়ালম ছবি জাল্লিকট্টু-র হাত ধরে এবার অস্কারের মঞ্চে ভারত

ভারতীয় সিনেমার জয়জয়াকার! মালায়ালম ছবি ‘জাল্লিকট্টু'(Jallikattu) এবারের অস্কারের (oscar) মঞ্চে। বুধবার ভার্চুয়াল একটি সাংবাদিক বৈঠকে এই কথা জানানো হয় ফিল্ম ফেডারেশন ইন্ডিয়া বা FFI-এর তরফে। মারাঠি, হিন্দি ওড়িয়া সহ মোট ২৭ টি ছবিকে পেছনে ফেলে অস্কারের দৌড়ে এগিয়ে যায় পরিচালক লিজো জোস পেলিসারের ছবি ‘জাল্লিকট্টু’। তবে এবারেও অস্কারের মঞ্চে স্থান করে নিতে পারেনি কোনোও বাংলা ছবিই।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফিরদওসুল হাসান (Firdausul Hasan)। ছিলেন জ্যুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়েইল (Rahul Rawail)। অস্কারের মঞ্চে যেই ছবিগুলি পাঠানো হয়েছিল তারমধ্যে ছিল অসংখ্য হিন্দি ছবি। তালিকায় ছিল বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’, অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপাক’, নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘সিরিয়াস মেন’, অনুষ্কা শর্মা প্রযোজিত ‘বুলবুল’ সহ আরও কিছু ছবি।

   

কিন্তু সব সিনেমার মধ্যে বিচারকদের পছন্দে উঠে এসেছে এই মালায়লাম ছবি ‘জাল্লিকট্টু’। এক মাওবাদী লেখকের ছোট গল্প অবলম্বনে সিনেমাটি তৈরী হয়েছে। একটি কষাইখানা থেকে পালিয়ে যাওয়া ষাঁড়ের জীবন সংগ্রাম ছবিটির মূল গল্প।২০১৯ সালের সেপ্টেম্বর মাসে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল এই ছবি ৷ মুভি ক্রিটিকদের অসংখ্য প্রশংসাও কুড়িয়েছিল ‘জাল্লিকট্টু’।

site