• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝড় উঠবে OTT’র পর্দায়! এই মাসেই ওয়েব প্ল্যাটফর্মে আসছে এই ৫ ওয়েব সিরিজ ও সিনেমা

সিনেমা, সিরিয়াল ছেড়ে এখন মানুষ আস্তে আস্তে ওটিটির (OTT) দিকে ঝুঁকতে শুরু করেছেন। অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার এখন সিনেপ্রেমী মানুষদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে। দর্শকদের আগ্রহ ধরে রাখতে প্রত্যেক মাসে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে একাধিক নতুন ওয়েব সিরিজ, সিনেমা রিলিজ (Release) হয়। জুলাই (July) মাসেও এর অন্যথা হবে না। এই মাসেই ওয়েব প্ল্যাটফর্মে ঝড় তুলতে একাধিক সিরিজ (Web Series)-সিনেমা (Movie) আসতে চলেছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক তালিকা।

দ্য ট্রায়াল (The Trial)- কাজল অভিনীত ‘দ্য ট্রায়ালঃ প্যায়ার কানুন ধোখা’ এই মাসেই রিলিজ করতে চলেছে। আগামী ১৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে। এই সিরিজে একজন উকিলের চরিত্রে দেখা যাবে কাজলকে। তিনি ছাড়াও এই সিরিজে দেখা যাবে টলিপাড়ার নামী অভিনেতা যীশু সেনগুপ্তকে।

   

The Trial, The Trial web series, OTT release in July

ব্লাইন্ড (Blind)- দীর্ঘসময় পর্দা থেকে দূরে থাকার পর কামব্যাক করছেন সোনম কাপুর। থ্রিলার ঘরানার ‘ব্লাইন্ড’র হাত ধরে ফের অভিনয় দুনিয়ায় ফিরছেন তিনি। আগামী ৭ জুলাই জিও সিনেমায় মুক্তি পাবে এই ছবি।

Blind movie, OTT release in July

মেড ইন হেভেন ২ (Made In Heaven 2)- ২০১৯ সালে ‘মেড ইন হেভেন’র প্রথম সিজন রিলিজ করেছিল। ভিন্ন স্বাদের এই সিরিজ দর্শকদের বেশ ভালোলেগেছিল। গত ৪ বছর ধরে দ্বিতীয় সিজনের অপেক্ষা করছিলেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, চলতি মাসেই অ্যামাজন প্রাইমে রিলিজ করবে এই সিরিজ।

Made In Heaven 2, OTT release in July

বাওয়াল (Bawaal)- বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর অভিনীত এই সিনেমা প্রথম থিয়েটারে রিলিজ হওয়ার কথা ছিল। তবে পরে জানানো হয়, প্রেক্ষাগৃহের বদলে ওটিটিতে রিলিজ করবে এই সিনেমা। এই মাসেই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি।

Bawaal, OTT release in July

আইবি ৭১ (IB 71)- একাধিক অ্যাকশন ছবিতে নজর কাড়া বিদ্যুৎ জামওয়ালের সিনেমা ‘আইবি ৭১’ এই মাসে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করতে চলেছে। এই ছবিটি অবশ্য প্রেক্ষাগৃহে প্রথম রিলিজ করেছিল।

IB 71, OTT release in July

এখন প্রেক্ষাগৃহ থেকে ‘আইবি ৭১’ বেরিয়ে গিয়েছে। এবার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার পালা। আগামী ৭ জুলাই ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করবে বিদ্যুতের এই সিনেমা।