• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ট্রেলার মুক্তি পেতেই নতুন রেকর্ড গড়লো অক্ষয় কুমারের লক্ষী বোম্ব , ছবি মুক্তির অপেক্ষায় জনতা

Published on:

‘লক্ষ্মী বোম্ব’ ছবিতে অক্ষয়ের ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল বিশাল এক্সপেকটেশন। অবশেষে শুক্রবার বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার মুক্তি পেতেই দর্শকদের উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে যায়। অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। কিন্তু করোনা মহামারী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সব মিলিয়ে বেশ কয়েক মাস ধরেই যেন থমথম করছিল গোটা বলিউড চত্ত্বর।

আবার আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বি-টাউন। আর শুরুতেই অক্ষয়-কিয়ারার ছবি লক্ষ্মী-বোম্বের ট্রেইলার জিতে নিয়েছে দর্শকদের মন। ছবিতে অদ্ভুত এক লুকে দেখা যাবে অক্কুকে। পরনে লাল শাড়ি, কপালে লাল বড় টিপ, হাতে দু’গাছা চুড়ি। হরর-কমেডি এই ছবিতে অক্ষয়কে দেখা যাবে দ্বৈত চরিত্রে, যেখানে প্রেমিক লক্ষণ হয়ে উঠবেন ভূত লক্ষ্মী।

ট্রেলারের চমকেই বোঝা যাচ্ছে এই ছবি বক্স অফিসে বেশ জনপ্রিয়তা অর্জন করবে। ইতিমধ্যেই ছবির ট্রেলার গড়ে ফেলেছে রেকর্ড। মুক্তির পর মাত্র ২৪ ঘন্টাতেই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ৭০ মিলিয়নের বেশি ভিউ কুড়িয়েছে ‘লক্ষ্মী বোম্ব’এর ট্রেলার। অক্ষয় কুমারের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ‘কবির সিং’ খ্যাত কিয়ারা আদভানি, তুষার কাপুর, তরুণ আরোরা, অশ্বিনি কালসেকার, মনু ঋষি, রাজেশ শর্মা সহ প্রমুখদের।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক হল ‘লক্ষ্মী বোম্ব’। রাঘব লরেন্স পরিচালিত এই ছবিটি করোনা মহামারী জনিত কারণে আগামী ৯ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে৷ নেটিজেনদের একাংশ অক্ষয় কুমারের এই লুককে তুলনা করেছেন ‘‌সংঘর্ষ’‌ ছবিতে আশুতোষ রানার সঙ্গে৷ ‘লক্ষ্মী বোম্ব’ নিয়ে জল্পনা তুঙ্গে, এখন ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥