• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই বলি তারকাদের বোনেরা হার মানাবে যেকোনোও নায়িকাকেই! দেখুন ছবি

Published on:

বলি তারকাদের গ্ল্যামার, তাদের জেল্লা, স্টাইল, সৌন্দর্যের কথা তো আমরা সকলেই জানি। কিন্তু তাদের বোনরাও সৌন্দর্যের দিক থেকে কোনোও অংশে কম যায়না। এদের অধিকাংশই অভিনয় জগৎ থেকে দূরে গিয়ে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত। দেখে নিন কিছু সুন্দরী তারকা ভগ্নীদের ছবি।

কৃতী স্যানন ও নূপুর স্যানন

বলিউড অভিনেত্রী কৃতী স্যাননের বোন নূপুর স্যাননের মুখের গড়নও খানিকটা তারই মতো। খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন কৃতীর বোন নূপুর।

দীপিকা পাড়ুকোন ও আনিশা পাড়ুকোন

দিদি অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেও দীপিকার বোন আনিশা একজন আন্তর্জাতিক মানে গল্ফ খেলোয়ার। দেশের হয়ে প্রতিনিধিত্বও করেন এই সুন্দরী।

সোনম কাপুর ও রিয়া কাপুর

অনিল কন্যা সোনম কাপুর ও রিয়া কাপুর সৌন্দর্যের দিক থেকে ‘এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ’। পেশায় ফ্যাশান ডিজাইনার রিয়া।

কঙ্গনা রানাউত ও রঙ্গোলি রানাউত

বলি ক্যুইন কঙ্গনার বোন রঙ্গোলি একসময় অপূর্ব সুন্দরী ছিল। কিন্তু কোনো এক দুষ্কৃতি তার মুখে অ্যাসিড অ্যাটাক করেছিল। অসংখ্য সার্জারির পর পুরোনো চেহারা কিছুটা ফিরে পেয়েছেন তিনি।

অর্জুন কাপুর ও অংশুল

অর্জুন কাপুরের বোন অংশুল কেও ভারী মিষ্টি দেখতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥