সময় ভালো যাচ্ছে না বলি ভাইজান সলমন খানের (Salman khan)। দীর্ঘ প্রতিক্ষার পর ঈদের দিন ‘Zee 5’ অ্যাপে মুক্তি পেয়েছিল দিশা পাটানি এবং সলমন খানের ছবি ‘রাধে’। কিন্তু IMDB -এর রেটিং-য়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে এই ছবি। IMDB সাইটে ১০ এর মধ্যে রাধে পেয়েছে মাত্র ২ রেটিং। পরবর্তীতে দীর্ঘদিনের বান্ধবী ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবির জন্য তৈরি হচ্ছিলেন সলমন।
কিন্তু এবারেও ঘটল বিপদ। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় তাউটের প্রভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল মুম্বই নগরী। ঝড়, বৃষ্টি, উত্তাল সমুদ্রে ঢেউয়ের গর্জন আমরা সকলেই দেখেছি। এবার সেই রেশ এসে পড়ল সলমন খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’-র সেটেও। জানা যাচ্ছে, তাউটের প্রভাবে বেজায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেট। শ্যুটিং বন্ধ থাকায় কোনো মানুষের ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু সেটের ক্ষতি হওয়ায় বেশ লোকসানে পড়তে চলেছেন ছবির নির্মাতারা।
জানা যাচ্ছে, গোরেগাঁও-এর এসআরপিএফ গ্রাউন্ডে দুবাইয়ের বাজারের আদলে এক বিশাল সেট তৈরি করা হয়েছিল সলমান খান এবং ক্যাটরিনা কইফের নতুন ছবির জন্য। সাইক্লোনে ক্ষতি হয়েছে সেই সেটের। Federation of Western India Cine Employees-র সভাপতি বিএন তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সেটের ক্ষতি হলেও, কোনও মানুষের আঘাত লাগেনি।