ক্রমেই বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা বাড়ছে রাজ্যের বাইরেও। আসলে বাঙালীদের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ধারাবাহিক৷ সন্ধ্যে হলেই চা মুরি নিয়ে সিরিয়াল দেখতে না বসলে বাঙালির মন ভালো হয়না৷ আর দর্শকদের কথা ভেবেই একের পর এক নতুন প্লট আর নতুন গল্প এনে দর্শকদের দোরগোড়ায় হাজির করেন নির্মাতারা। আর সেই গল্পই ধার করে এখন রমরমিয়ে চলছে ওড়িয়া টেলিভিশন ইন্ড্রাস্ট্রিও।
এর আগে ওড়িয়া ভাষায় রিমেক হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের, কৃষ্ণকলিরও রিমেক হয়েছিল ওড়িয়াতে। কিন্তু এবার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’র রিমেক হতে চলেছে ওড়িয়া ভাষায়৷ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ‘ওড়িয়া’ সর্বজয়ার প্রোমো।
এই ভাষায় সিরিয়ালের নাম হবে ‘সর্বজিত অনু’। জি সার্থক চ্যানেলে খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক। বাংলায় এই সিরিয়াল দিয়েই পর্দায় কামব্যাক করেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। দীর্ঘদিন পর টিভির পর্দায় তাঁর অভিনয় দেখে রীতিমতো উচ্ছসিত আপামর বাঙালি দর্শক। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়তই এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্য নতুন টুইস্ট। স্বামী, মেয়ে, ভাশুর, জা নিয়ে সর্বজয়ার ভরা সংসার। সংসারে থেকেই নানান টানাপোড়েন সামলায় সে।
ওড়িয়া সর্বজয়ায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অনু চৌধুরী (Anu Chowdhury)। ‘সর্বজিতা অনু’ তাঁর প্রথম মেগা সিরিয়াল। গত ২৩ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থেকেও ছোটপর্দায় কাজ করার অভিজ্ঞতা তার প্রথম।৷ ভাইরাল প্রোমোতে দেখা যাচ্ছে, অবিকল ‘সর্বজয়ার’ আদলেই তৈরি হয়েছে প্রোমো, কেবলমাত্র মুখ গুলো বদলে বদলে গিয়েছে। সর্বজিতা অনুতেও সকলের অনুরোধে অনু নৃত্য পরিবেশন শুরু করলে, পরিবারের লোকেরা তাকে কটু মন্তব্য করে, তখন সে পাশে পায় তার স্বামীকে।
তবে একথাও অস্বীকার করার জায়গা নেই, প্রথম দিকে সর্বজয়ার TRP উর্ধমুখী থাকলেও ক্রমেই মাটি হারাচ্ছে দেবশ্রী রায়ের এই ধারাবাহিক৷ কিন্তু ওড়িয়াতে এই গল্প কতটা সফল হয় এখন নির্মাতারা সেই দিকেই তালিয়ে রয়েছেন।